স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। বেশ কিছুদিন ধরে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। মুহাম্মদ আব্দুল কবিরের পরিবারের সদস্যদের পক্ষ থেকে সকলের নিকট তার আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির হবিগঞ্জ শহরতলীর আনন্দপুরে কবির কলেজিয়ট একাডেমি ও শায়েস্তাগঞ্জে জহুর চানবিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বহু মসজিদ, মাদরাসা প্রতিষ্ঠাতা করেছেন। এছাড়া তিনি আজীবন অসহায় দরিদ্র মানুষকে নীরবে নানা প্রকার সাহায্য সহযোগিতা করে আসছেন। তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য। গতকাল মঙ্গলবার ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকলেও ডাক্তার তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন। এ অবস্থায় আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনাই সকলের কাম্য।