নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ফারিয়ার বার্ষিক বনভোজন-২০২৫ গত শনিবার ২২ ফেব্রুয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত প্রকৃতি কন্যা জাফলংয়ে মনোরম সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে এক আনন্দ মুহূর্ত সময়ের মধ্যে সম্পন্ন হয়। ফারিয়ার সভাপতি মোঃ গোলাম রহমান লিমনের আয়োজনে এবং ফারিয়ার উপদেষ্টা ও ম্যানেজার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদের পরিচালনায় উক্ত বনভোজন অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন- ফারিয়ার উপদেষ্টা ও ম্যানেজার এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির এরিয়া ম্যানেজার (ইনসেপ্টা), ফারিয়ার উপদেষ্টা ও ম্যানেজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হানিফ এবং অন্যান্য ম্যানেজারের মধ্যে সিরাজুল ইসলাম (বেক্সিমকো), আরিফুজ্জামান (পপুলার), রুকনুজ্জামান (এসিআই), এছহাক আলী (নিপা), হাবিব উল্লাহ (বিকন)। ফারিয়ার উপদেষ্টাদের মধ্যে হাকীম নজরুল ইসলাম (ফেনী), বিনয় কুমার বিশ্বাস (নাভানা), আল মামুন (ইনসেপ্টা), রমজান আলী (রেনেটা), মোশাহিদ আলী (রেনেটা), মেহেদী হাসান (ইউনিমেট)। ফারিয়ার অর্থ সম্পাদক মাসুদ তালুকদার, সহ-সভাপতি মহসিন রেজা (অপসোনিন), সহ-সভাপতি অনন্ত মোহন রায় (ইনসেপ্টা), সহ-সভাপতি আশরাফুল ইসলাম (এসকেএফ), সহ-সভাপতি মাজহারুল ইসলাম রুবেল (এক্সট্রা), সাধারণ সম্পাদক রুবেল রানা (রেডিয়েন্ট), সাংগঠনিক সম্পাদক কিরণ দেব (এপেক্স), সহ -সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (জিসকা)। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- হরিপদ রায় (একমি), আশরাফুল ইসলাম (এসকেএফ), মারফত আলী বিশ্বাস (জেনারেল), মো: রুহুল আলম রাজন (পপুলার), আব্দুল্লাহ (ডেলটা), মাহবুবুর রহমান (অপসোনিন), হাফিজুল ইসলাম (এরিস্টোভিশন), রুবেল রানা-২ (রেডিয়েন্ট), জাহাঙ্গীর আলম (অপসোনীন), মাহফুজ (ইউনিমেট), হৃদয় খান (এরিস্টো), ইব্রাহিম (এসিআই), রায়হান (এসিআই), সানি খন্দকার (হেলথ কেয়ার), নাসির উদ্দিন (বেক্সিমকো), শরিফ উদ্দিন রেডিয়েন্ট, আব্দুর রাজ্জাক (নাভানা), আকাশ বিশ্বাস (নাভানা), আশরাফুল বারি নোমান (জিসকা), আরিফ রব্বানি (ড্রাগ), আব্দুল হাদী (রেডিয়েট), শাহজাহান (বিকন), চন্দন বিজয় রায় (একমি), হাবিবুর রহমান (রেনেটা), ফেরদৌস (ইবনে সিনা), মিরজাহান আলী রিপন (নোভিস্তা), রনিক রানা (জেনারেল), রাজু আহমেদ (ড্রাগ), এখলাছুর রহমান (ইউনিমেট), আব্দুল আলিম (ইনসেপ্টা), আব্দুল গাফফার মারুফ (এপেক্স), মিলন আলী (এরিস্টো), মাহফুজ মিম (রেনেটা), গৌরচাঁদ দাশ (ওএসএন), ওমর ইসলাম (ড্রাগ), রফিকুল ইসলাম (সানোভিয়া), রুবেল দাস (গ্লোব), স্বপন রবি দাশ (প্রাইম ফার্মা)। এছাড়াও অতিথিদের মধ্যে ডাঃ আমিনা বেগম, সালমা ইসলাম, মমতাজ পারভিন, মনি কর্মকার, সোহানা নাজনীন, কলি রায়, সাবিনা, সুমনা রহমান, সুমাইয়া, সুরাইয়া আক্তার, রিয়া আক্তার, ইশিবা ইরিন, সাহানা বেগম রুপা আক্তার, ইসরাত জাহান, সাবিতা বেগম, হ্যাপি আক্তার, জেসমিন খাতুন, রাজিয়া পারভিন, বন্যা রায়, আয়েশা সিদ্দিকা, হাসি খাতুন, মারজিনা আক্তার উপস্থিত ছিলেন। উক্ত বনভোজন ও আনন্দ ভ্রমণে ছিল কবিতা আবৃতি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারির শেষে পুরষ্কার বিতরণের শেষলগ্নে সবার উদ্দেশ্যে ফারিয়া সভাপতি মোঃ গোলাম রহমান লিমন বলেন ফারিয়ার বনভোজনের জন্য নির্দিষ্ট একদিন বাৎসরিক ছুটির এদিনে নবীগঞ্জের কর্মরত বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কর্মরত এরিয়া ম্যানেজার ও ফারিয়ার সকল সদস্যগণ তাদের পরিবার পরিজন নিয়ে ফারিয়ার বনভোজনকে আরো প্রাণবন্ত করে তুলেছেন। একই সাথে সবাইকে ঐক্য থাকার জন্য তিনি ধন্যবাদ জানান, যেন আগামীতে আরো সুন্দরভাবে ফারিয়ার জন্য নতুন কিছু নিয়ে কাজ করতে পারি।