শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অবৈধ বালু উত্তোলন-দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুশিয়ারা ও শাখা বরাক নদী হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে ॥ রবিবার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে জেলা জামায়াতের ইফতার মাহফিল খোশ আমদেদ মাহে রমজান শহরের ইনাতাবাদ ও মাছুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দেড় লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়েছেন ব্যবসায়ীসহ ৩ জন নবীগঞ্জের আইনগাঁও সিএনজি স্ট্যান্ড ম্যানেজার দুলাল মিয়ার বিরুদ্ধে মিথ্যাচার ও হয়রানির প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় আহতের ঘটনায় আরও একটি মামলা মাধবপুরের রতনপুর ও ছাতিয়াইন সড়কে ডাকাতি ॥ আটক ১ চুনারুঘাটে যুবককে গাছে বেঁধে নির্যাতন ও আগুন দেওয়ার ঘটনায় মামলা

নবীগঞ্জে আলোচিত জ্যোৎস্না হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক নারীকে হত্যার পর প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টার দায়ে ৪ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ একেএম কামাল উদ্দিন এ আদেশ দেন। মৃত্যুাদন্ডাদেশ প্রাপ্তরা হলেন, নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে আল আমিন, মায়ানগর গ্রামের জামাল উদ্দিনের ছেলে ছদর আলী, পুরুষোত্তমপুরের মৃত কুবাদ উল্লার ছেলে তাজ উদ্দিন ও গন্ধ্যা গ্রামের মৃত হাজী সামছুদ্দিন এর ছেলে ইংল্যান্ড প্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া লন্ডনী। দন্ডপ্রাপ্ত সকল আসামি পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও যুবলীগ নেতা মিজানুর রহমানের বাড়ির সীমানা প্রাচীর থেকে জ্যোৎস্না বেগম নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে। এ ঘটনায় সাবেক কমিশনার মিজানুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছিলেন মৃত জ্যোৎস্নার ভাই রজব আলী ফকির। পরে পুলিশের ৩ দফা তদন্তে বের হয়ে আসে আসল রহস্য। মিজানুরকে ফাঁসানোর জন্য লন্ডন প্রবাসী সুফি মিয়া হত্যা করিয়ে প্রতিপক্ষের ৫ জনের বিরুদ্ধে মামলা করান বলে তদন্তে বের হয়ে আসে। সিআইডি এ চক্রান্তের সঙ্গে জড়িত সুফি মিয়া লন্ডনী, আল আমিন, ছদর আলী, তাজ উদ্দিন, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, আকবর আলী ও জমির আলী’কে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। এর আগে ছদর আলী ও তাজ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সুফি লন্ডনী তাদেরকে দিয়ে হবিগঞ্জের উচাইল থেকে জ্যোৎস্না বেগমকে এনে পরিকল্পিতভাবে হত্যা করে সাবেক কমিশনার মিজানুর রহমানের বাড়ীর সীমানা প্রাচীরে ঝুলিয়ে রাখে তাকে ফাসাঁনোর জন্য। উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমানের সঙ্গে একই গ্রামের মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া লন্ডনীর জায়গায় জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। কমিশনার মিজানুর রহমানকে ফাঁসানোর জন্য সুফি মিয়া আসামীদের নিয়ে বিভিন্ন ফন্দি করেন। এক পর্যায়ে ৫ লাখ টাকার বিনিময়ে আসামীরা উক্ত হত্যাকান্ডের ঘটনা ঘটায়। এরই মধ্যে মামলায় আসামী ছদর মিয়া ও তাজ উদ্দিন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
সিআইডির তদন্তকারী কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে পূর্বের চার্জশীটের অভিযুক্তদের বহাল রেখে পুনরায় সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাকির হোসেনসহ ৭জনের বিরুদ্ধে ২০১৭ সনের ২ মে আদালতে চার্জশীট দাখিল করেন। ঘটনার ১১ বছর পর বিজ্ঞ আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে ওই সুফি লন্ডনী, আল আমীন, ছদর উদ্দিন ও তাজ উদ্দিনকে দন্ডবিধির ৩০২ ধারা ও পঠিত ৩৪ ধারায় দোষী প্রমাণ করে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন। বাকী ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন বিজ্ঞ আদালত। অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত চার আসামি সকলেই পলাতক ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com