স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার মোঃ মুরাদ আলী, এএসপি মোঃ খলিলুর রহমান, হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব, ওসি তদন্ত মোহাম্মদ বদিউজ্জামান ও ডিবির ওসি মোঃ শফিকুল ইসলাম ১৮ জন পুলিশ কর্মকর্তাসহ ৭৬ আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নিয়মিত মামলা হিসাবে গণ্য করা হয়েছে।
হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আব্দুল আওয়াল বাদী হয়ে গতকাল ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০/১৫০ জনকে আসামী করা হয়েছে।
মামলার আসামীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, এমপি আবু জাহিরের পিএস সুদীপ চন্দ্র রায়, এডঃ প্রবাল মোদক, জেলা মটর মারিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায়, তাজুল ইসলাম, সাখাওয়াত হোসেন সিতু, মহিবুর রহমান মাহি, মিজানুর রহমান আরিফ, সাইদুর রহমান, নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক ফয়জুর রহমান রবিন, এমপি আবু জাহিরের ভাই বদরুল আলম, ইউপি চেয়ারম্যান জয় কুমার দাশ ও জুবায়েল আহমেদ।
মামলার আরজিতে বলা হয়, ২০২৩ সনের ১৯ আগষ্ট বিকেলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী একটি রাজনৈতিক কর্মসুচিতে অংশ নেন। শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ সুপার মুরাদ আলীর নেতৃত্বে পুলিশ সমাবেশে গুলি বর্ষণ করে। এ সময় আমি সহ নেতাকর্মীরা জি কে গউছের বাসায় আশ্রয় নেই। এ সময় পুলিশ ও আওয়ামীলীগের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তাদের ছুড়া গুলিতে অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন। এতে বাদী এসএম আওয়ালের চোখে, বুকে, পেটে, ডান হাতে ও পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে কয়েকশত গুলি বৃদ্ধ হন।