স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য গিরেন্দ্র চন্দ্র রায়কে মারধোর করেছে তেঘরিয়া ইউনিয়ন বিএনপি নেতা শিপন আহমেদ আছকির। গতকাল বিকাল সাড়ে ৩ টার দিকে হবিগঞ্জ শহরের খোয়াই ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত অবস্থায় গিরেন্দ্র চন্দ্র রায়কে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত গিরেন্দ্র চন্দ্র রায় জানান, শিপন আহমেদ আছকির তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। কিন্তু অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় তার সভাপতির পদ স্থগিত করা হয়। আছকির এর সভাপতি পদ স্থগিত হওয়ায় সে আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে। সে মনে করে আমি তার পদ স্থগিত করার ব্যাপারে তকবির করেছি। গিরেন্দ্র রায় জানান, এ কারণে গতকাল শিপন আহমেদ আছকির সহ কয়েকজন লোক শহরের খোয়াই ব্রীজ এলাকায় তাকে পেয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আছকির সবাইকে বলে শালা বেটাকে মেরে ফেল যত টাকা লাগে আমি দিব।
আহত গিরেন্দ্র চন্দ্র রায় আরও বলেন, বর্তমানে আমি নিরাপত্তাহীন ও ভয়ে আছি। আবারও আছকির বা তার লোকজন আমার উপর হামলা চালাতে পারে। এ জন্য তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।