প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের এতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া শায়েস্তাগঞ্জ (নতুন ব্রীজ), হবিগঞ্জের শিক্ষক হাফেজ মাওলানা সাইফুল ইসলামকে মাদরাসার মসজিদের ২য় তলায় পবিত্র কুরআন শরীফ পড়ানো অবস্থায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেফাকুল ও মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। ওই হামলায় জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়। বক্তারা বলেন- আমরা স্পষ্টভাবে বলতে চাই- সকল অপরাধীদের গ্রেফতারসহ উপযুক্ত শাস্তি নিশ্চিত করা না হলে ধর্মপ্রাণ মানুষ তা মেনে নিবে না এবং তৌহিদী জনতা রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলবে। এ ব্যাপারে আইন শৃঙ্খলার অবনতি হলে প্রশাসন এর জন্য দায়ী থাকবে।