মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রেফতার হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই নেতার নাম মিজানুর রহমান (২৭)। মিজান উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। সে ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে ছিল। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা রয়েছে। দ্রুত থানার কার্যক্রম সমাপ্ত করে তাকে আদালতে প্রেরণ করা হবে।