প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৭ সেপ্টেম্বর তালামিয়ে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা সম্মেলন সফল করতে মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে দিঘলবাক ইউনিয়নের হাই স্কুলে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হাফিজ দিলাওয়ার হোসেন, জহিরুল ইসলাম ও তালামীযের নেতৃবৃন্দ। পরে নগরকান্দি মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হয়। হবিগঞ্জ জেলা তালামীযের সিনিয়র সদস্য ও নবীগঞ্জ উপজেলার সহ-সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়ার নেতৃত্বে কামারগাঁও বাজারে গণসংযোগ করা হয়। গণসংযোগ শেষে কামারগাঁও বাজার তালামীযের অস্থায়ী কার্যালয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন তালামীয নেতা সাইফুল মিয়া, উজ্জল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা তালামীযের সিনিয়র সদস্য ও নবীগঞ্জ উপজেলার সহ-সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়া। এতে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সিনিয়র সদস্য মোঃ লুকমান মিয়া, মস্তফাপুর আনোয়ারুল উলূম আলীম মাদরাসার সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল মিয়া, ও তালামীযের ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে সৈয়দপুর বাজারে সুহেল মিয়ার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য মোঃ ছালিম মিয়া, মোঃ রেজাউল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মোঃ সুহেল মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সিনিয়র সদস্য মোঃ লুকমান মিয়া, উপজেলা মোঃ মিলাদ মিয়া, মোঃ জহিরুল মিয়া প্রমুখ।