স্টাফ রিপোর্টার ॥ মানবাধিকার সংগঠনগুলো কেবল নামেই আছে, কামে নাই। বড় বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেও সংগঠনের কর্মীদের দেখা মিলে না। অথচ শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে পর্যন্ত বিভিন্ন নামে অসংখ্য মানবাধিকার সংগঠন রয়েছে। বড় বড় পদ আকড়ে আছেন বড় বড় লোক। বিভিন্ন সভা, সেমিনার ও অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেকেই গর্ব করে নিজের পরিচয় তুলে ধরেন। কিন্তু কার্যক্ষেত্রে তাদের ভূমিকা তেমন পরিলক্ষিত হয়না।
নবীগঞ্জে এক যুবতীকে বিবস্ত্র করে নির্যাতন করায় অপমানে ওই যুবতী আত্মহত্যা করেছে। গত ২১ সেপ্টেম্বর যুবতীটি আত্মহত্যা করে। স্থানীয় এবং জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়েছে। গতকাল পর্যন্ত ন্যাক্কারজনক এ ঘটনার ৪দিন অতিবাহিত হয়েছে। কিন্তু কয়টি মানবাধিকার সংগঠন ঘটনাস্থলে গিয়েছে বা কি ধরণের পদক্ষেপ নিয়েছে তা জানা যায়নি। এরই মধ্যে গতকাল হবিগঞ্জ উন্নয়ন সংস্থার মানবাধিকার বিষয়ে কাজ করেন এমন একজন মহিলা দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসে ফোন করে আত্মহননকারীর পরিবারের কারো ফোন নাম্বার চেয়েছেন। কিন্তু না থাকায় দেয়া সম্ভব হয়নি। ওই মহিলার কাছে জানতে চাওয়া হয়েছিল যেহেতু আপনারা মানবাধিকার নিয়ে কাজ করেন তাহলে ঘটনাস্থলে যাননি কেন? জবাবে তিনি বলেন, ঘটনাস্থল অনেক দুরে, তাই যাওয়া হয়নি। এই হচ্ছে মানবাধিকার সংগঠনের কাজ।
ইতিপূর্বে নবীগঞ্জে অঞ্জনা রানী সরকার নামে এক যুবতীকে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় স্থানীয় জনতার ভূমিকার কারণে রহস্য উদঘাটন হয়েছে। কিন্তু মানবাধিকার সংগঠনের তেমন ভূমিকা দেখা যায়নি।