স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে মালবাহি ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-সিলেটের সাথে কয়েক ঘন্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রিলিফ ট্রেন এসে উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় শত শত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। জানা যায়, গতকাল দুপুরে মালবাহি একটি ট্রেন শায়েস্তাগঞ্জ এসে পৌঁছলে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। এক পর্যায়ে চালক কড়া ব্রেক কষলে বগি লাইনচ্যুত হয়। পরে ওইদিন রাত ৮টার দিকে রিলিফ ট্রেন এসে তা উদ্ধার করলে যোগাযোগ স্বাভাবিক হয়।