যুক্তরাজ্য প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই দাবী নিয়ে বৃটেনে বসবাসরত প্রবাসী নবীগঞ্জবাসীর এক মতবিনিময় সভা গত ২৩ সেপ্টেম্বর পোর্টস মাউথের ইল্মগ্রোবের ফেন্ডশিপ হাউজে বিশিষ্ট কমিউনিটি নেতা শফিক মিয়ার সভাপতিত্বে এবং খায়রুল হোসেন ও মির্জা তছনু বেগের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবলের সাবেক এমপি শেখ সুজাত মিয়া।
সমাবেশে বক্তারা দলমত নির্বিশেষে নবীগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রায় ১৩ টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গ্যাসের সংযোগ নিশ্চিত করতে দেশে-বিদেশে আন্দোলন জোরদার করার জন্য সকলের প্রতি আহবান জানান।
সমাবেশ আয়োজকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখের বিশিষ্ট কমিউনিটি নেতা আলতাফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা দিলওয়ার হোসেন চৌধুরী, কমিউনিটি নেতা বদরুজ্জামান, সাংবাদিক মতিয়ার চৌধুরী, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, কামরুল হাসান চুন্নু, আজিজুর রহমান, আবু ইউসুফ চৌধুরী, শেখ আব্দুল গফুর, সাংবাদিক নাসির আহমদ শ্যামল, কবি কুতুব আফতাব, এ. কে. আজাদ ছেটন, সাবেক চেয়ারম্যান আলী আহমদ মুছা, বিশিষ্ট কমিউনিটি নেতা খায়রুল ইসলাম হেলাল ও তামিম চৌধুরী।
বক্তারা গ্যাস ক্ষেত্র এলাকা থেকে শুরু করে নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস সরবরাহ এবং গ্যাস ভিত্তিক শিল্প প্রতিষ্টা ও স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে চাকুরীর দাবী জানান। সমাবেশে বক্তব্য রাখেন জুয়েল চৌধুরী, তজম্মুল আলী সর্দার, হেলাল চৌধুরী, কামাল চৌধুরী, আমিনুর রহমান জুন্নুন, ফয়সল চৌধুরী, শেখ কবীর আহমদ, আবির মিয়া, ডাঃ খায়রুল ইসলাম হেলাল, সোহান চৌধুরী, অনর উদ্দিন জাহিদ, জুনেদ চৌধুরী, মুজিবুর রহমান, আবির মিয়া, ইফতেখার আলম চৌধুরী, সাংবাদিক হান্নান মিয়া, ইনাতগঞ্জ-দীগলবাক গনবাদী বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে জাফর আহমদ, ক্যাটারারর্স নেতা সাইফুল আলম, এম এ করিম, আছাবুর রহমান জীবান প্রমুখ।