নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতরনার শিকার এক ধর্ষিতা কিশোরীকে গতকাল বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে কিশোরী বাদী হয়ে ধর্ষনের অভিযোগ এনে রায়হান নামে এক যুবককে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।
অভিযোগে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর বেতাপুর গ্রামের দিনমজুর ছাউ মিয়ার কিশোরী কন্যা রুজিনা বেগম (১৬)কে প্রেমের ফাঁদে পেলে পৌর এলাকার চরগাঁও গ্রামের কাচা মিয়ার ছেলে রায়হান মিয়া মঙ্গলবার বিকালে কোর্ট ম্যারিজের কথা বলে কিশোরীর বাড়ির পাশ থেকে নিয়ে আসে। নবীগঞ্জ শহরে পৌছে রাত হয়ে গেছে কোর্ট বন্ধ, সকালে যাওয়ার কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবং তার আত্মীয় পরিচয়ে জনৈকা রোগীর কাছে রাখে। রাত ১১ টার দিকে জরুরী কথা আছে বলে রায়হান হাসপাতালের ছাদে নিয়ে যায়। সেখানে ওই কিশোরীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষন করে। রাত প্রায় ৩ টার দিকে সিএনজি আনার কথা বলে রায়হান পালিয়ে যায়। গতকাল বুধবার সকাল পর্র্যন্ত অপেক্ষা করে ফিরে না আসায় কিশোরী চরগাঁও গ্রামে গিয়ে রায়হানের পিতা কাচা মিয়াসহ স্থানীয় সমাজপতিদের দ্বারে দ্বারে গিয়েও কোন ফল না পেয়ে অসহায় হয়ে বিকাল বেলা রায়হানের খোঁজে পুণরায় হাসপাতাল যায়। এ সময় হাসপাতালে কর্তব্যরত আয়া ও নার্সদের সন্দেহ হলে তাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। এক পর্যায়ে ওই কিশোরী তার সর্বনাশের কথা জানায়। খবর পেয়ে কিশোরীর পিতা ছাউ মিয়া ও একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধর্র্ষিতা কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে কিশোরী রুজিনা উপরোক্ত ঘটনার বর্ণনা দেয়। রাতেই ওই কিশোরী বাদি হয়ে রায়হানের বিরুদ্ধে থানায় মামলা করেছে। এ ঘটনার পর থেকে লম্পট রায়হান পলাতক রয়েছে বলে জানা গেছে। এ প্রতিনিধির সাথে আলাপকালে ওই কিশোরী জানায়, রায়হান একটি লম্পট, প্রতারক। সে বিয়ের প্রলোভন দিয়ে আমাকে ঘর থেকে বের করে এনে সর্বস্ব কেড়ে নিয়েছে।