স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জসহ আশপাশের এলাকায় ড্রিংক ওয়াটার পানির দাম অতিরিক্ত আদায় করা হচ্ছে। এ নিয়ে প্রায়ই ক্রেতাদের সাথে ব্যবসায়ীদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। হবিগঞ্জ থেকে প্রতি কেইচ ড্রিংক ওয়াটার পানি ৪০ টাকা করে বিক্রি করা হয়, কিন্তু এই পানিই শায়েস্তাগঞ্জের ব্যবসায়ীরা ১শ টাকা করে আদায় করছেন। মনিটরিংয়ের তদারকি না থাকায় যার যার ইচ্ছামতো অতিরিক্ত দামে পানি বিক্রি করছেন বলে ভুক্তভোগীরা জানান। শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শিরনী, বিয়ে, ওয়ালিমাতে পানির চাহিদা রয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন কমিউনিটি সেন্টারের মালিকরা ৩৫ টাকা করে কিনে ১শ টাকায় বিক্রি করছেন। ভুক্তভোগীরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।