শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

মন্দরী ইউনিয়নে আহমেদ আলী মুকিব ॥ গণতন্ত্র ফেরাতে বিএনপির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বৈরাচার আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা ও দেশে গণতন্ত্র ফেরানোর জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের প্রত্যেকজন নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আজমিরীগঞ্জ-বানিয়াচংয়ের জনপ্রিয় মুখ আহমেদ আলী মুকিব। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শুক্রবার বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শুক্রবার বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আহমেদ আলী মুকিব আরও বলেন, আমি হাওরাঞ্চলে কৃষক পরিবারের সন্তান। গত ১৪ বছর আমাকে দেশে ফিরতে দেয়নি স্বৈরাচার আওয়ামী লীগ। এ সময় দেশে ফিরলে ইলিয়াছ আলীর মতো আমাকেও গুম করা হতো। এজন্য এক দেশ থেকে আরেক দেশ ঘুরে সমাবেশ করে দেশের জন্য কাজ করেছি, বিএনপিকে সংগঠিত করেছি। আমি বিদেশে থেকেও দলের প্রত্যেক কর্মীর খোঁজ খবর নিয়েছি, তাঁদের পাশে থেকেছি, সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। স্বৈরাচারী আওয়ামী লীগের সময়েও সাধারণ মানুষকে বিএনপির একজন কর্মী হিসেবে সহযোগিতা করেছি। মামলা-মোকদ্দমায় জর্জরিত দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করেছি।
তিনি বলেন, দেশের জনগণ গত ষোল বছর ভাল ছিলেন না। দেশের সার্বভৌমত্ব ও জনগণের জনমাল রক্ষায় বিএনপি নেতাকর্মীরা জীবন বাজি রেখে আন্দোলন করেছেন। এখন ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা প্রকাশ্যে সভা করতে পারছি। তার জন্য মহান আল্লাহ তাআলার নিকট শোকরিয়া। আমি ২০ বছর আগে একবার মন্দরী গ্রামে এসেছিলাম। এখনও সেই আগের মতোই রাস্তাঘাট আছে। বিগত ১৭ বছর এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ নেতারা শুধু নিজেদের পকেট ভারী করেছেন।
তিনি আরও বলেন, কানাডার বেগমপাড়ায় আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের বাসাবাড়ি রয়েছে। ৫ আগস্টের পর তাদের কাউকে খোঁজে পাওয়া যায়নি। সবাই পালিয়েছেন। এমনকি দুর্নীতির কারণে বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পলাতক। ১৯৭৯ সালের পর বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে ধানের শীষকে ষড়যন্ত্র করে বিজয়ী হতে দেওয়া হয়নি। এবার আমার বিশ্বাসÑ আপনারা দেশের স্বার্থে বিএনপিকে ভোট দিবেন।
যার হাতে ধানের শীষ উঠবে তাঁর পক্ষেই কাজ করবেন উল্লেখ করে মুকিব বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে; আর আমি এমপি নাও হই, তবেও জনগণের পাশে থাকবো। রাস্তাঘাট থেকে শুরু করে সকল পর্যায়ের উন্নয়ন করব। ফ্যাসিস্টের দোসররা আবারও মাথাচাড়া দিতে চাইবে। তাদের ঠেকানো প্রয়োজন। এক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
মন্দরী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি হান্নান মিয়ার সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড সভাপতি বদির মিয়ার পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল চৌধুরী, দক্ষিণ বানিয়াচং যুবদল আহবায়ক নুরুল হুদা, সদস্য সচিব আব্দুল্লাহ আল নাসের, বানিয়াচং উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শরিফ চৌধুরী, বিএনপি নেতা এনামুল হক, আব্দুর রাজ্জাক, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শমসের উদ্দিন, যুবদল নেতা সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, আজিজুর রহমান, সৈয়দ বিলাশ, উপজেলা যুবদল নেতা আল আমিন, মুর্শেদ আলম, সেলিম চৌধুরী, ক্বারী আব্দুল মতিন, উপজেলা ছাত্রদল সভাপতি মোবাশ্বির আহমেদ মজনু, বিএনপি নেতা লুৎফুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সুমন মিয়া, মন্দরী ইউনিয়ন ছাত্রদল সভাপতি কাজী আবু সায়েম প্রমুখ।
প্রমুখ। আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ছাত্রদল নেতা শাকেদ হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com