শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন

প্রত্যেক শনিবারের মতো আজও সকাল সন্ধ্যা থাকবে না বিদ্যুৎ

  • আপডেট টাইম শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অন্যান্য শনিবারের মতো আজ শনিবারও হবিগঞ্জ শহরের রাজনগর ফিডারের আওতাধীন বাসস্ট্যান্ড এবং বাইপাস ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুত থাকবে না বলে মাইকিং করে জানানো হয়। ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, প্রত্যেক শনিবার এলেই মেরামত কাজ করার কথা বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুত বিহীন করে রাখা হচ্ছে শহরবাসীর একাংশকে। সারাদিন বিদ্যুত বন্ধ রাখার পর রাতের বেলাও দুই একবার ৩০ মিনিট করে বিদ্যুত নেয়া হচ্ছে। দিনভর বিদ্যুত না থাকার কারণে প্রত্যেক শনিবারই ভোগান্তিতে পড়তে হয় শহরবাসীকে। রান্না থেকে শুরু করে দৈন্যন্দিন কাজ করতে পারেন না শহরবাসী। গ্রাহকদের অভিযোগ, প্রত্যেক শনিবার এলেই রাজনগর ফিডারে গাছের ডালপালা কাটার নাম করে দিনভর বিদ্যুতবিহীন করে রাখা ওই ফিডারের আওতাধীন সকল গ্রাহককে। বিগত কয়েক বছর বছর ধরেই প্রত্যেক শনিবার সাপ্তাহিক ছুটির মতো করে দিনভর বিদ্যুতবিহীন করে রাখা হয়। আর কতদিন অতিবাহিত হলে পিডিবির গাছের ডালপালা কাটা শেষ হবে ? এমন প্রশ্ন অনেক ভুক্তভোগী গ্রাহকদের।
এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তপে কামনা করেছেন গ্রাহকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com