স্টাফ রিপোর্টার ॥ একটি সুন্দর বানিয়াচং গড়তে সবার সহযোগিতা প্রয়োজন, আমরা আপনাদের এখানে আসছি আপনাদের সেবা দেয়ার জন্য, আমাদের এখানে কোন চাওয়া পাওয়া নেই, আমাদের চাওয়া পাওয়া একটাই আর সেটা হচ্ছে বানিয়াচংয়ের মানুষ যেন শান্তিতে থাকতে পারে। চুরি, ডাকাতি, জুয়াসহ সকল ধরনের অপরাধ রোধে বানিয়াচং থানা পুলিশ কাজ করে যাচ্ছে, বিশাল আয়তনের এই থানাকে আমাদের পক্ষে একা সামাল দেয়া খুবই কঠিন একটি কাজ, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা থাকলে এই কঠিন কাজটাও আমাদের জন্য সহজ মনে হবে। আমি যতদিন বানিয়াচং থানাতে কর্মরত আছি আমার মাধ্যমে কোন নিরপরাধ মানুষ হয়রানির শিকার হবে না, আমার কিংবা আমার পুলিশ সদস্যের কোন ধরনের ভূলত্রুটি হলে সেটা আমাদের ধরিয়ে দিবেন, পুলিশ ক্লিয়ারেন্সসহ সকল পুলিশি সেবা নিশ্চিতে আমরা তৎপর রয়েছি, এক্ষেত্রে সেবা গ্রহীতা কোন ধরনের হয়রানির শিকার হলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নিব। গতকাল সন্ধ্যায় বানিয়াচং থানায় আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথাগুলো বলেছেন বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তুফা। থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বানিয়াচং প্রেসক্লাবের সিনিয়র সদস্য শেখ নমীর আলী, মুফতি মাওলানা আতাউর রহমান, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, নজরুল ইসলাম তালুকদার, যুগ্মসম্পাদক মুক্তাদির হাসান সেবুল, সাংবাদিক মোশাররফ হোসাইন, আজিমুল হক স্বপন, এসএম খোকন, কামরুল হাসান কাজল, জীবন আহমেদ লিটন, শিব্বির আহমেদ আরজু, আতাউর রহমান মিলন,আব্দাল মিয়া, শেখ নুরুল ইসলাম,আবুল বাশার সুয়েম প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব,হৃদয় হাসান শিশির,হৃদয় খান,আনোয়ার হোসেন, রাসেল মিয়া, শেখ সজীব হাসান,আক্তার হোসেন আলহাদী, মুখলিছুর রহমান, আব্দুল মালিক, জাকির হোসেন, মোঃ আল আমিন খান, ইমরান আহমেদ উসমানী, এসএম খলিলুর রহমান প্রমুখ।