স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার থেকে শাকের মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে অচেতন অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে সর্বস্ব নিয়ে গেছে। সদর হাসপাতালে চিকিৎসায় জ্ঞান ফিরলেও তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন। জানা গেছে, হবিগঞ্জে তিনি পণ্য ক্রয় করতে আসেন। এ সময় হয়তো অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে সাথে থাকা ৫ হাজার টাকা নিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় দেখেতে পেয়ে সদর হাসপাতালে ভর্তি করে। তিনি বানিয়াচং উপজেলার চান্দের মহল্লার মৃত মাসুম উল্লার পুত্র।