শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:১২ অপরাহ্ন

শীতবস্ত্র বিতরণকালে জি কে গউছ ॥ চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণ থেকে আলাদা করা যায়নি

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশি-বিদেশী চক্রান্তকারীরা তাদের ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপিকে জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে। এখনও সেই ষড়যন্ত্র অব্যাহত আছে। কিন্তু বিএনপি মানুষকে ভালোবাসে, মানুষও বিএনপিকে ভালোবাসে। সে জন্যই চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণ থেকে আলাদা করা যায়নি।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১৫শ পিস কম্বল বিতরণ করা হয়। খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে জি কে গউছ বলেন- পালিয়ে যাওয়া শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার হয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। শেখ হাসিনার নির্দেশে মাত্র ২ কোটি টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগে খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছিল। কারাগারে একটি পরিত্যক্ত ভবনে খালেদা জিয়াকে রাখা হয়েছিল। বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছিল। বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে খালেদা জিয়ার চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। কিন্তু মহান আল্লাহ ইজ্জতের মালিক। খালেদা জিয়া আইনীভাবে মোকাবেলা করে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে কাতারের আমিরের পাঠানো রাজকীয় বিমানে লন্ডন গিয়েছেন চিকিৎসার জন্য। আর শেখ হাসিনা জনরোষে এক কাপড়ে দেশ থেকে পালিয়েছেন মালবাহী কার্গো বিমানে। এটাই আল্লাহর বিচার।
তিনি বলেন- বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় নেই। কিন্তু মানুষের কল্যানে, মানুষের প্রয়োজনে বিএনপি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, বিএনপি মানুষের পাশে আছে। বিএনপির কাছে রাষ্ট্রীয় কোনো ভান্ডার নেই। তবুও সামর্থ অনুযায়ী আমরা হবিগঞ্জের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি।
শীতবস্ত্র বিতরণ সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com