এক্সপ্রেস ডেস্ক ॥ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মেধার ভিত্তিতে নতুন করে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
প্রতিবাদে আদালতে হট্টগোল করেছে শিক্ষকরা। এই রায়ের পর থেকে হাইকোর্টের ওই বেঞ্চের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।