শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:১২ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে আইনশৃংখলা চরম অবনতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় একের পর এক অপরাধ কর্মকান্ড সংগঠিত হলেও ঘটনার রহস্য উদ্ঘাটন কিংবা আসামী গ্রেফতারে পুলিশের উদাসীনতা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে জনমনে। সর্বশেষ শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন এলাকায় ডাকাতি ও ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যবসায়ী মহসিন মিয়ার হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। আসামী গ্রেফতার করতে না পারলে পুলিশকে দায়িত্ব ছেড়ে দেওয়ারও দাবি জানান তারা। জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারী রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা এলাকায় দুই বিএনপি নেতা ডাকাতের কবলে পড়েন। এসময় মোটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয় ডাকাতদল। একই সময় ডাকাতের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। একই দিনে উপজেলার অলিপুর এলাকায় লাশবাহী এম্বুলেন্সেও ডাকাতির ঘটনা ঘটে।
এর পরদিন ৪ ফেব্রুয়ারী ভোর রাতে উপজেলার পুরানবাজারে সৌরভ ইলেক্ট্রনিক্স দোকানে তালা ভেঙ্গে অর্ধ লাধীক টাকার মালামাল চুরি হয়। এর আগে জানুয়ারী মাসে উপজেলার মরড়া সড়কে কাজিরগাও গ্রামের আব্দুল আজিজ নামে এক সেনিটারী মিস্ত্রীকে হাতপা বেঁধে মোটরসাইকেল, মোবাইল, টাকা পয়সা নিয়ে যায় ডাকাতদল।
গত মাসে উপজেলার অলিপুর স্কয়ার গেইট এলাকার বিল্লাল মিয়ার বাড়িতে গেইটের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি হয়। ১৪ জানুয়ারী অলিপুর গ্রামের কামাল মিয়ার বাসার তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা নিয়ে যায় ডাকাতরা। এক মাস থেকে অলিপুর স্কয়ার গেইটের সামনে মহাসড়কে যানবাহন আটকীয়ে ডাকাতির ঘটনা ঘটে। পুরাইকলা বাজারে জনৈক ব্যবসায়ীর দোকানে এক মাসের ব্যবধানে দুইবার চুরি সংঘটিত হয়।
একের পর এক চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত একটি ঘটনার সুরাহা করতে পারেনি পুলিশ। এনিয়ে চরম আতংকে বিরাজ করছে জনমনে। মানুষ জানমালের নিরাপত্তাহীনতায় ভোগছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিবাদের দোসররা অপরাধ কর্মকান্ড করে যাচ্ছে। এসব কারনে আইনশৃংখলা অবনতি হচ্ছে। আইনশৃংখলা বাহিনী সন্তোষজনক কোনো ভূমিকা নিচ্ছে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের আইনের আওতায় আনতে হবে। আইনশৃংখলা উন্নতির েেত্র আমার দল সব সময় প্রশাসনের পাশে ছিল, আছে, থাকবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com