শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিব ॥ আ’লীগ সুযোগ পেলেই দুষ্কর্ম আর লুটপাট করে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বলেছেন, আওয়ামী লীগ একটি দুষ্কৃতিকারীদের দল। তারা সুযোগ পেলেই দুষ্কর্ম আর লুটপাট করে। এরপর দেশকে ধ্বংসস্তুপে পরিণত করে, দেশকে বিপদগ্রস্ত করে নেতারা পালিয়ে যায়। এদের ইতিহাসই পালানোর ইতিহাস। সেই মহান মুক্তিযুদ্ধের সময় তাদের নেতা দেশকে বিপদগ্রস্ত অবস্থায় রেখে অত্যন্ত সুচতুরতার সাথে পাকিস্তান সেনাবাহিনীর নিকট আত্মসমর্পন করে পাকিস্তানে গিয়ে বসে বসে আরামে খেয়েছিলেন আর ঘুমিয়েছিলেন। তখন দেশকে রক্ষায় এগিয়ে এসেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর ২০২৪ এসে ২ হজার ছাত্রজনতাকে শহীদ করে দেশকে ধ্বংস করে পালিয়ে যান শেখ হাসিনা। আর এবার রাষ্ট্রের দুঃসময়ে জনগণ এবং অন্তবর্তী সরকারের পাশে দাঁড়িয়ে সাহস দিচ্ছেন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থাৎ আওয়ামী লীগের ইতিহাস হলো দেশকে বিপদগ্রস্ত করে পালিয়ে যাওয়া। আর বিএনপির ইতিহাস হলো দেশের হাল ধরা। দেশকে বিপদের মুখ থেকে টেনে তুলা।
গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জর বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া মাঠে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা সুব্রত দাস বৈষ্ণবের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন ওয়ারিশ উদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, মহিবুর রহমান বাবলু, খালেদ মিয়া, জেলা যুবদল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কোহিনুর আলম, বর্তমান যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, উপজেলা যুবদল আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন প্রমূখ। পরে প্রধান অতিথি মুরাদপুর বাজারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com