স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান- ফ্যাসিস্ট শেখ হাসিনার মত দলকেই আপনারা প্রত্যাখ্যান করবেন। এবারের স্বাধীনতায় ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু আজ প্রশাসনের চেয়ারে বসে যা খুশী তাই করতে পারেন না। এখনো পতিত স্বৈরাচারের দুই/একজন পদলেহী আমলারা আছেন। এগুলো আমাদের নজরে আছে। ১৭ বছর এই ভাবে চালিয়ে গেছে। গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার হুরগাওয়ে রাজিউড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিটির গঠন কল্পে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা গুলো বলেন। এতে হাজী হিরাজ মিয়া সভাপতি, মো: বাবুল মিয়া সাধারণ সম্পাদক ও মো: শফিক মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মালেক হৃদয়। স্বাগত বক্তব্য রাখেন- মানবাধিকার সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আতাউর রহমান রাসেল। সভা পরিচালনা করেন মাওলানা ফরিদ আহমদ। এর আগে দুপুরে হবিগঞ্জ গণঅধিকার পরিষদের পাঁচ দফা দাবীতে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ গণঅধিকার পরিষদ শহরের শায়েস্তানগর থেকে মিছিল বের করে। মিছিলটি শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে।