স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটককে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিরামচরের জনৈক মুরাদ তালুকদারের বাড়ির সামনে বাল্লা রেল লাইনে অভিযান চালিয়ে ডাকাত রুহুল আমিন (২৫) কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে উবাহাটা গ্রামের ইদ্রিস আলীর পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ডজন খানেক মামলা আছে। পুলিশ বাদি হয়ে এ বিষয়ে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে।