স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে অণ্ডকোষে আঘাত করে আব্দুস ছাত্তার (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার বালিচাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মোহাম্মদ ইয়াদ উল্লাহর (৬০) স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, বালিচাপাড়া গ্রামের আবদুস সাত্তার গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে তাঁর বাড়ির পাশের জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় তাঁর প্রতিবেশী রোকেয়া বেগম একটি ছাগল সেচ যন্ত্রের পাইপের কাছে বেঁধে রাখেন। সেচ কাজ বাধাগ্রস্ত হওয়ায় রোকেয়া বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় আবদুস সাত্তার মিয়ার। এ সময় পাশের একটি জমিতে কাজ করছিলেন রোকেয়ার স্বামী মোহাম্মদ ইয়াদ উল্লাহ (৬০) ও তাঁর দেবর মো. নুরু উল্লাহ। তাঁদের কথা কাটাকাটি দেখে তারা ঘটনাস্থলে এসে আবদুস সাত্তারের সঙ্গে ঝগড়ায় জড়ান। এক পর্যায়ে তাঁদের হামলায় অজ্ঞান হয়ে যান আবদুস সাত্তার মিয়া। পরে তাঁকে উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে নিহতের স্বজনরা জানান, সাত্তারের অণ্ডকোষে চাপ দিয়ে তাকে মারা হয়েছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবীর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত অণ্ডকোষে চাপ পড়েছে। অণ্ডকোষ দিয়ে বীর্য বের হতে দেখা গেছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।