রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে বিস্কুট, গুড়া মসলাসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত করিম-মাহমুদা ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন নানা সমস্যায় জর্জরিত জেলা সাবরেজিস্ট্রার অফিস শায়েস্তাগঞ্জে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের অভাবে পণ্য পাচ্ছেন না ১০৫০ জন সুবিধা ভোগী মাধবপুরে ৭ হাজার কেজি ভারতীয় চিনি আটক আজমিরীগঞ্জে ওরসে গান বাজনা নিয়ে মুসল্লি ও মাজার কমিটির সংঘর্ষ নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের জরুরী সভা ॥ নবীগঞ্জ শহরে কোনো ধরণের অন্যায় বরদাস্ত করা হবেনা-ছাবির চৌধুরী খোশ আমদেদ মাহে রমজান

শহরের শ্যামলী এলাকায় লিফলেট বিতরণকালে আওয়ামীলীগ নেতা এডভোকেট শামীম আটক

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় লিফলেট বিতরণকালে আইনজীবী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামীম আহমেদকে আটক করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়। গতকাল শনিবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। তাকে গত ৫ নভেম্বর রহিম মিয়া বাদী হয়ে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
জানা যায়, উচাইল শান্তিসা গ্রামের এবং বর্তমানে উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের পুত্র ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপির সভাপতি লুৎফুর রহমান, যুবদল নেতা হেলালুর রহমান তুর্কি, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, রিয়াজ, মাহফুজসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রজনতা তাকে আটক করেন। এ সময় তিনি শামীম বলেন, আওয়ামী লীগ করি, কি হয়েছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল নয়। লিফলেট বিতরণ করবোই। পরে সদর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এপিপি ছিলেন এডঃ শামীম আহমেদ।
এ বিষয়ে সদর থানায় যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করে বলা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে বেশকিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সময় গত ৪ আগষ্ট শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় সংগঠিত ঘটনায় শহরের গোসাইপুর এলাকার ছাত্রদল কর্মী মো. রহিম মিয়া বাদী ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০/২০০ জনকে আসামি করে গত ৫ নভেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দিগ্ধ হিসাবে এডঃ শামীম আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় বলা হয়, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের সময় আওয়ামী লীগ নেতাদের গুলি ও হামলায় বাদী রহিম মিয়ার চোখ নষ্ট হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com