রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নারী দিবসে সভা ও সেলাই মেশিন বিতরণ নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা অর্থদন্ড ইউরোপে রাজনৈতিক সফর শেষে আজ দেশে ফিরছেন আবুল হোসেন জীবন শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে বিস্কুট, গুড়া মসলাসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি মাধবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত করিম-মাহমুদা ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন নানা সমস্যায় জর্জরিত জেলা সাবরেজিস্ট্রার অফিস

পরিকল্পনা ও যত্নের অভাবে শহরের পুকুর জলাশয়গুলো বিনষ্ট হচ্ছে

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একসময় হবিগঞ্জ শহরকে পুকুরের নগরী বলা হতো। এই শহরের ইতিহাস, ঐতিহ্য, পরিবেশ ও সংস্কৃতির মধ্যে যুক্ততা রয়েছে পুকুর-জলাশয় গুলো। কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও যত্নের অভাবে পুকুর গুলো বিনষ্ট হচ্ছে। এগুলো রক্ষা হলে সৌন্দর্যের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত জীবনমান ঠিক থাকবে। তাই পুকুর জলাশয় রক্ষায় সকলকে এখনই যত্নশীল হতে হবে। ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে শনিবার হবিগঞ্জ টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর পরিদর্শন শেষে পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- বাপা হবিগঞ্জের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, লেখক তাহমিনা বেগম গিনি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোমিন, নির্বাহী সদস্য, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী ও খোয়াই রিভার ওয়াটারকিপার, বাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল। টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরটি দখলমুক্ত করে সংরক্ষণের উদ্যোগ গ্রহন করায় প্রতিনিধিদল জেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, দীর্ঘ অনেক বছর পুকুরটিকে দখলে রেখে ময়লা, আবর্জনা ফেলে এটির অস্তিত্ব বিনষ্ট চেষ্টা করা হয়েছে। এটি রক্ষায় দীর্ঘ আন্দোলন করতে হয়েছে আমাদেরকে। পুকুরটি দখলমুক্ত ও সীমানা চিহ্ন দেওয়ায় সন্তোষ প্রকাশ করে তাঁরা বলেন, আমাদের অনুরোধে এই পুকুরটিকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের স্বনামধন্য সহযোগী অধ্যাপক সুব্রত দাশ একটি নকশা প্রণয়ন করেছেন যা ইতিমধ্যেই পৌর প্রশাসনের কাছে প্রেরণ করা হয়েছে। প্রস্তাবিত নকশা অনুযায়ী পুকুরটি খনন ও নান্দনিক পুকুরে পরিনত করলে শহরটিতে নতুন মাত্রা যুক্ত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com