স্টাফ রিপোর্টার ॥ একসময় হবিগঞ্জ শহরকে পুকুরের নগরী বলা হতো। এই শহরের ইতিহাস, ঐতিহ্য, পরিবেশ ও সংস্কৃতির মধ্যে যুক্ততা রয়েছে পুকুর-জলাশয় গুলো। কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও যত্নের অভাবে পুকুর গুলো বিনষ্ট হচ্ছে। এগুলো রক্ষা হলে সৌন্দর্যের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত জীবনমান ঠিক থাকবে। তাই পুকুর জলাশয় রক্ষায় সকলকে এখনই যত্নশীল হতে হবে। ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে শনিবার হবিগঞ্জ টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুর পরিদর্শন শেষে পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন- বাপা হবিগঞ্জের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, লেখক তাহমিনা বেগম গিনি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোমিন, নির্বাহী সদস্য, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী ও খোয়াই রিভার ওয়াটারকিপার, বাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল। টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরটি দখলমুক্ত করে সংরক্ষণের উদ্যোগ গ্রহন করায় প্রতিনিধিদল জেলা প্রশাসন ও পৌর প্রশাসনকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, দীর্ঘ অনেক বছর পুকুরটিকে দখলে রেখে ময়লা, আবর্জনা ফেলে এটির অস্তিত্ব বিনষ্ট চেষ্টা করা হয়েছে। এটি রক্ষায় দীর্ঘ আন্দোলন করতে হয়েছে আমাদেরকে। পুকুরটি দখলমুক্ত ও সীমানা চিহ্ন দেওয়ায় সন্তোষ প্রকাশ করে তাঁরা বলেন, আমাদের অনুরোধে এই পুকুরটিকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের স্বনামধন্য সহযোগী অধ্যাপক সুব্রত দাশ একটি নকশা প্রণয়ন করেছেন যা ইতিমধ্যেই পৌর প্রশাসনের কাছে প্রেরণ করা হয়েছে। প্রস্তাবিত নকশা অনুযায়ী পুকুরটি খনন ও নান্দনিক পুকুরে পরিনত করলে শহরটিতে নতুন মাত্রা যুক্ত হবে।