বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

রক্ষা পেতে গিয়ে ডাকাতকে হত্যা করা আইনের দৃষ্টিতে অপরাধ নয়

  • আপডেট টাইম বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, ডাকাতদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিতে হবে। আত্মরক্ষা করা প্রত্যেক মানুষের অধিকার। ডাকাতদের কবল থেকে রক্ষা পেতে গিয়ে ডাকাতকে হত্যা করা আইনের দৃষ্টিতে অপরাধ নয়। তিনি বলেন, হবিগঞ্জের কোন এলাকায়যদি ডাকাতি করতে গিয়ে কোন ডাকাত জনতার হাতে মারা যায় তাহলে পুলিশ ওই এলাকার মানুষের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিবে না। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি-আপনারা যদি কোন ডাকাতকে হত্যা করেন তাহলে পুলিশ আপনাদেরকে কোন ধরনের হয়রানি করবে না। কাউকে জিজ্ঞাসাবাদের জন্যও আটক করা হবে না। তিনি বলেন, যেহেতু হবিগঞ্জের নুরপুর এলাকায় ইন্ডাস্ট্রিয়াল জোন সৃষ্টি হয়েছে, সেহেতু এখানে অর্থের লোভে ডাকাতরা আসতেই পারে। এজন্য জনগণকে সতর্ক থাকা প্রয়োজন। নুরপুরসহ আশপাশের শিল্প এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, আপনারা যদি পুলিশকে জমি দান করেন তাহলে আমরা ওই স্থানে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেব।
গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আইন-শৃংখলা উন্নয়নে জনগণের অংশগ্রহণ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখ্ত-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নূরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল। অতিথি হিসেবে বক্তৃতা করেন হবিগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান,স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম হবিগঞ্জের সভাপতি ও দৈনিক খোয়াইর যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক দেশজমিন পত্রিকার সম্পাদক আলমগীর খান সাদেক ও বিশিষ্ট সমাজকর্মী হোসাইন মোঃ আদিল (জজ মিয়া)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ গাজীউর রহমান, সিরাজুল ইসলাম তালুকদার, আব্দুল কদ্দুছ তালুকদার সেবন, আকছির মিয়া মেম্বার, দেলোয়ার হোসেন, নূরুল ইসলাম তালুকদার প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য এনাম আহমেদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা গাজী আব্বাস উদ্দিন। গীতা পাঠ করেন দীপেশ ভট্টাচার্য্য।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র তার বক্তৃতায় আরো বলেন, আইনী প্রক্রিয়া বাদ দিয়ে সামাজিকভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা উচিত। তাহলে সমাজে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও দীর্ঘমেয়াদী সামাজিক বন্ধনের সুফল পাওয়া যাবে। এজন্য সকলকেই ত্যাগ স্বীকার করতে হবে।
বিভিন্ন বক্তা অভিযোগ করে বলেন, নুরপুর এলাকায় শিল্পাঞ্চল গড়ে উঠায় সামান্য বেতনে অনেক দাগী অপরাধী এখানে চাকুরির নামে আশ্রয় নিয়েছে। তারাও এখানে নানা অপরাধে জড়িয়ে এলাকার ক্ষতি করতে পারে। এ বিষয়ে পুলিশ সুপার বলেন, বাইরের অপরাধীরা শুধু এলাকারই ক্ষতি করবে না, যে কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানীরও ক্ষতি করবে। এজন্য আমি প্রত্যেক কোম্পানির সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি। নুরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের দক্ষিণ পাশে রাস্তায় ট্রাফিক পুলিশের দাবি করলে পুলিশ সুপার এ দাবি পূরণের আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com