আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। ৩টি পদে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে দৈনিক আজকের বিজনেস প্রতিনিধি স্বপন বণিক সভাপতি, যায়যায়দিন প্রতিনিধি আবু হেনা সাধারণ সম্পাদক ও সনজিব রায় চক্রবর্তী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
গতকাল ৩১ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আজমিরীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আজমিরীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং উপদেষ্টা খালেদুর রশিদ ঝলক।
নির্বাচনে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদ, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম মুজাহিদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহেলা রানা, নির্বাহী সদস্য দ্বিগেন্দ্র সুত্রধর, জুনাইদ আল হাবিব ও আবুল খায়ের মাহদী। সদস্য ৪টি পদের মধ্যে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এ অবস্থায় নব-নির্বাচিত কমিটির প্রথম সভায় সদস্য পদে ১ জনকে কোঅপট করা হবে।
ভোট গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, আবু হাসিব খান চৌধুরী পাবেল, হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য শাকিল চৌধুরী, আব্দুর রউফ সেলিম, সুরুজ আলী, ফয়সল চৌধুরী, নুর উদ্দিন, সহিবুর রহমান, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সাইফুর রহমান তারেক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি এম এ আহমদ প্রমুখ।