নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইদানিং নবীগঞ্জ শহরে মোটরসাইকেল, সিএনজি ও মিশুক গাড়ী চুরির হিড়িক পড়েছে। এসব চুরির ঘটনার সাথে স্থানীয় একটি সিন্ডিকেট জড়িত রয়েছে বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে নবীগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় শাহিদ সুপার মার্কেট থেকে সাংবাদিক এটিএম জাকিরুল ইসলাম জাকিরের মোটরসাইকেল (হোন্ডা লিভু ১২৫সিসি) (সিলেট-৯০৬৪) কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সম্ভাব্য স্থানে খোজাঁখোজি করে সাইকেলের সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, অতি সম্প্রতি নবীগঞ্জ শহরসহ আশপাশের এলাকা এবং উপজেলার বিভিন্ন স্থান থেকে একটি চোরাই সিন্ডিকেট তৈরী করে সিএনজি, মিশুক ও মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গত সোমবার থানা সংলগ্ন সিএনজি স্টেশন থেকে সামছুল ইসলাম নামক এক চালকের সিএনজি চুরি করে নিয়ে যায়। এছাড়াও শহরতলীসহ বিভিন্ন স্থান থেকে মিশুক গাড়ী, সিএনজি ও মোটরসাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
একটি গোপন সুত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি স্টেশনে কমপক্ষে ১০/১২টি চোরাই সিএনজি গাড়ী চলাচল করছে। ওই গাড়ী গুলো কুমিল্লা, বি-বাড়িয়া এলাকার। চোরাই সিন্ডিকেটের মাধ্যমে নামমাত্র মুল্যে ক্রয় করে নিরাপদ মনে করে নবীগঞ্জ চলাচল করছে। পুলিশ অভিযান করে কাগজপত্র যাচাই করলেই রহস্য উদঘাটন হবে বলে দাবী শ্রমিক নেতাদের। এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ জরুরি।