স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যমলী এলাকায় সড়কের পাশে বৈদ্যুতিক খুটি হেলে পড়েছে। যেকোনো সময় ধ্বসে পড়ে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। উত্তর ও দক্ষিণ শ্যামলী এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও দেখার জন্য কেউ নেই। বার বার বিদ্যুৎ বিভাগকে বলার পরও মেরামতে তারা এগিয়ে আসেনি। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর শ্যামলী ব্রিজ থেকে শুরু করে সাধুর মাজারের দিকে রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে রাস্তায় বৈদ্যুতিক খুটি হেলে পড়ে আছে, পাশেই রয়েছে খোয়াই নদী। যদি খোয়াই নদীতে পড়ে তবে হতাহতের আশংকা নেই কিন্তু উল্টো দিকে পড়লে হতাহতের আশংকা রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।