স্টাফ রিপোর্টার ॥ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ক সিলেট (বেলা) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আয়োজনে হবিগঞ্জ সদর উপজেলার নুরুন্নেছা খাতুন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটে সিলেট বেলা’র আয়োজনে হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামে প্রতিষ্ঠিত নুরুন্ননেছা খাতুন বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- বেলার সিলেট ফিল্ড অফিসার শাফায়েত উল্লাহ। পরে পরিবেশ রক্ষা ও প্লাস্টিকের অপব্যবহার সম্পর্কে ২ টি ভিডিও উপস্থাপনা উপস্থাপন করা হয়। প্রচারিত ভিডিও ও মৌলিক পরিবেশ বিষয়ক লিফলেট প্রদানের উপর ভিত্তি করে বিষয়গুলোর উপরে সভায় বক্তব্য রাখেন- নুরুন্নেছা খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন রুমি। এছাড়াও শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্য থেকে একাধিক শিক্ষার্থী একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের বিষয়ে অঙ্গীকার প্রকাশ করেন এবং তাদের এই সচেতনতার জন্য প্রশিক্ষণ প্রদানকারীদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বক্তারা বলেন, আমরা একবার ব্যবহার করবো বলেই প্লাস্টিকের ব্যবহার করি। অথচ একবার ব্যবহার করার পরেই আমরা প্লাস্টিক ফেলে দেই। এই ফেলে দেওয়া প্লাস্টিক আর কখনো পচে না। এটি থেকে যায়। যার কারণে আমাদের পরিবেশ দূষিত হয় আর আমরা এতে করে নানা সমস্যায় পড়ি। এসময় বক্তারা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করে এর বিকল্প ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।