স্টাফ রিপোর্টার ॥ অগ্রণী ব্যাংক পিএলসি হবিগঞ্জ শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন রাসেল (৩৫) কে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সার্কিট হাউজ তার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়। জানা যায়, ২৫ ডিসেম্বর যুবদল কর্মী মেরাজের দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি জয়নাল আবেদীন রাসেল। মামলা দায়েরের পর থেকে সে বীরদর্পে অফিস করছিল। এ বিষয়ে সদর থানার ওসি আলমগীর কবির জানান, রাসেলকে সেনাবাহিনী আটক করে থানায় সোপর্দ করেছে।