বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের ॥ অলিপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় বরসহ নিহত ২ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না ! উমেদনগর সমাজসেবা যুব সংঘের মাদক বিরোধী অভিযানে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার নবীগঞ্জে প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার মামলা দায়ের শহরের লতিফ ট্যাভেলসের মালিক জসিম গ্রেফতার মাধবপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৫ নারী আটক তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে নবীগঞ্জ-বাহুবলে কাজ করছেন বিএনপি নেতা তালহা চৌধুরী লাখাইয়ে হত্যা চেষ্টা মামলায় ৪ আসামিকে ভিন্ন মেয়াদে কারাদন্ড শহরে অটোরিকশায় মিলল ২৮ বস্তা ভারতীয় চিনি লাখাই সড়কে দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

নবীগঞ্জের জনতার বাজার পশুরহাট অপসারণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড ছিঁড়ে ফেলায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার জনতার বাজার পশুরহাট অপসারণে প্রশাসন কর্তৃক টানানো সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড কে বা কারা ছিঁড়ে ফেলেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাজার অপসারণের বিজ্ঞপ্তি জারির পরও পুনরায় বাজার বসানোর চেষ্টা করা হচ্ছে। যদিও প্রশাসন বলছে- অবৈধ জনতার বাজার পশুরহাট বসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বুধবার দুপুরে জনতার বাজার অপসারণে সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড ছিঁড়া অবস্থায় দেখা যায়। স্থানীয়রা জানান- গত দুই সাপ্তাহ পূর্বে জনতার বাজার অপসারণে জেলা প্রশাসনের নিদের্শনার কথা উল্লেখ করে সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড টানানো হয়। টানানো সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়- কোনো ব্যক্তি সরকারের অনুমতি ছাড়া কোনো হাট পরিচালনা করলে বা অবৈধভাবে হাট পরিচালনায় সহযোগীতা করলে অথবা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে হাট-বাজার আইন ২০২৩ ও মহাসড়ক আইন ২০২১ অনুসারে দন্ডনীয় অপরাধ হবে। আইন অমান্যকারীকে সংশ্লিষ্ট আইন মোতাবেক কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হবে। গত মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা জনতার বাজার পশুরহাট অপসারণে প্রশাসন কর্তৃক টানানো সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড ছিঁড়ে ফেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মামলা জটিলতায় ইজারা দিতে না পারা জনতার বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আদায় করা হতো হাসিল। রশিদের মাধ্যমে ওঠা টাকা জমা হতো সরকারি কোষাগারে। গেল বছরের ৫ ডিসেম্বর অবৈধভাবে স্থাপিত জনতার বাজার পশুরহাট বসার ফলে মহাসড়কের যানজট সৃষ্টির ফলে জনদুর্ভোগ সৃষ্টিসহ বাজার সংশ্লিষ্টদের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়। এ ব্যাপারে মোঃ মঈন উদ্দিন সাংবাদিকদের বলেন- জেলা প্রশাসক এক আদেশে বাজার বন্ধ করলেও বাজারের টাকা আদায়কারী দুর্নীতিবাজ কর্মচারিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তিনি দুর্নীতির সাথে জড়িত সকল কর্মচারিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ বলেন- অবৈধভাবে স্থাপিত জনতার বাজার পশুরহাট অপসারণে জেলা প্রশাসকের বিজ্ঞপ্তির আলোকে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জনতার বাজার পশুরহাট অপসারণে প্রশাসন কর্তৃক টানানো সতর্কীকরণ বিজ্ঞপ্তির সাইনবোর্ড ছিঁড়ে ফেলার বিষয়টি অবগত হয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি আদেশ অমান্য করে কেউ পশুরহাট বসায় তাহলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com