নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পুলিশের অভিযানে পুলিশের অভিযানে ছাবু মিয়া (৪৮) নামে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ছাবু মিয়া উপজেলার গজনাইপুর ইউনিয়নের মৃত আলতার মিয়ার ছেলে। পুলিশ জানায়- বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার ও এএসআই হাসিবুল ইসলাম সহকারে একদল পুলিশ গজনাইপুর ইউনিয়নের ফুলতলী বাজারে অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছাবু মিয়াকে গ্রেফতার করা হয়।