প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকার ২৯ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে হবিগঞ্জ পৌর সভার পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল মঙ্গলবার পৌরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ‘চেক বিতরণ অনুষ্ঠানে’ সভাপতির বক্তব্য রাখেন মেয়র। তিনি বলেন হবিগঞ্জ পৌরসভা সকল ধর্মের ধর্মীয় উৎসব পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদানে সদা সচেষ্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পিয়ারা বেগম, সৈয়দা লাভলী সুলতানা, গৌতম কুমার রায়, আব্দুল আউয়াল মজনু, পৌর সচিব নুর আজম শরীফ ও ২৯ টি পূজা কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন।