প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা লতিফিয়া সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির ইসালে সাওয়াব মাহফিল উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামীম আহমদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার হবিগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফরিদ আহমদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফরিদ আহমদ বলেন- লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখা গরিব অসহায় মানুষের পাশে রয়েছে। তারা শীতার্তদের হাতে শীতবস্তু তুলে দিচ্ছে বন্যার সময় তারা হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ করছে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন। তারা আমাদের বড় সাহেব কিবলার আল্লামা ইমাদুদ্দিন চৌধুরীর পথ অনুসরণ করে চলছে আল্লাহতালা তাদের এই কেজমত কে যেন কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বাংলাদেশের স্বেচ্ছাসেবক দলের হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মুশফিক চৌধুরী, টিপু আহমেদ কমিশনার, কাজী মাহবুবুর রহমান, মুফতি নাসির আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় পরিষদের সাবেক সিনিয়র সদস্য হযরত মাওলানা আব্দুন নূর। মুহাম্মদ আব্দুল মোমিন ইসলামিক ফাউন্ডেশন জেলা অফিস হিসাব রক্ষক মুফতি মাস্টার আফজাল হুসেন জুগি, বানিয়াচং লতিফিয়া সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে
ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মাওলানা মুফতি সিরাজউদ্দিন জালালী, মাওলানা মুফাসসির, লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান, মোঃ জহিরুল ইসলাম রাহুল, নবীগঞ্জ উপজেলা পৌর তালামিযের সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদ সাদিকুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব উদ্দিন, প্রচার সম্পাদক ক্বারী কাওসার আহমদ, অফিস সম্পাদক সাহাজুল ইসলাম, সহ-অফিস সম্পাদক মাওলানা মহিউদ্দিন দোস্তগীর, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা রাসেল আহমদ, সদস্য ক্বারী হাফিজুর রহমান প্রমূখ।