চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলা পরিবার পরিকল্পনার স্টোর রুমের জানালার গ্রীল ভেঙ্গে কে বা কারা ভিতরে প্রবেশ করে ৭১০ বায়েল ডিপ্রোভেরা (জন্ম বিরতিকরণ ইনজেশন) চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ ইমতিয়াজ আহমেদ জানান, দীর্ঘদিন ধরে হাসপাতাল কোয়াটার ও স্টোর রুমে চুরি সংঘটিত হয়ে আসছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ কোন চোরকে চিহ্নিত করতে পারছি না। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌকির আহমেদ এর সাথে মোবাইল ফোনে আলাপকালে তিনি ঘটনার সতত্যা স্বীকার করেন এবং চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান।