সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উপজেলা পরিষদের গেইটে ইয়াবাসহ কামাল আটক শহিদ জিয়ার নীতি আদর্শ বাস্তবায়ন হোক জন্মবার্ষিকীর অঙ্গীকার-এনামুল হক সেলিম শহরে নতুন স্টেডিয়ামের পাশের জমি থেকে লাশ উদ্ধার জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সালেহ আহমদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন ও দোয়া মাহফিল লালচান চা বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমানের দায়িত্ব গ্রহণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকীতে জেলা বিএনপির দোয়া মাহফিল হবিগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুটিজুরী হাইস্কুলের চিঠিতে ‘ঈশ্বর সর্বশক্তিমান’ উল্লেখ করায় ॥ প্রধান শিক্ষক কানু চক্রবর্তীর অপসারণের দাবীতে বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৩৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের একটি অনুষ্টানে স্কুলের দাওয়াতপত্রের উপরে ‘ঈশ্বর সর্বশক্তিমান’ লেখায় এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা ক্ষিপ্ত হয়ে উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তীর অপসারণের দাবীতে গতকাল বিকেলে ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভ মিছিল করে আজ বিকেল ৩ টার মধ্যে প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তীকে অপসারণের আল্টিমেটাম দেয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের আগামীকাল এক মতবিনিময় সবার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সবায় উপস্থিত থাকার জন্য প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী দাওয়াতপত্রের মাধ্যমে এলাকার বিশিষ্ট জনদের আমন্ত্রণ জানান। ওই পত্রের উপরে প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী লেখেন ‘ঈশ্বর সর্বশক্তিমান’। ২/৩ দিন পূর্ব থেকেই ওই চিঠি বিতরণ করা হলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষকের নিকট বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কোন সদোত্তর পাওয়া যায় নি। বিরাজ করতে থাকে ক্ষোভ। গতকাল বাদ আছর মুসল্লিদের ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়। পুটিজুরী বাজারে এলাকার বিপুল সংখ্যক ছাত্র জনতা প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তীর অপসারণ সহ তাকে প্রকাশ্যে জনতার সামনে ক্ষমা চাওয়ার দাবীতে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সাবেক সেনা কর্পোরাল ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ জব্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমাজ সেবক শওকত আখন্জী, বাহুবল রিপোর্টার্স কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এফ আর হারিছ, হাবিবুর রহমান বিলাত, তুহিন মিয়া, আকতার হোসেন, আহসান আহমদ, কামরুল ইসলাম, শাহ রমজান আলী প্রমুখ। সমাবেশে আজ বিকাল ৩টার মধ্যে প্রধান শিক্ষককে অপসারণ করা না হলে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে বলে সমাবেশে ঘোষণা করা হয়।
এ সময় পুটিজুরী বাজারে উত্তেজনা চড়িয়ে পড়লে বাহুবল থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ এসে জনতাকে শান্ত করেন।
এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহ আব্দুল আহাদ জানান- আমাকে জানিয়ে চিঠি করা হয়নি। সাবেক সভাপতি মোতাহার হোসেন বলেন- প্রধান শিক্ষক একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের চিঠিতে ‘ঈশ্বর সর্বশক্তিমান’ উল্লেখ করতে পারেন না। কারণ যেহেতু স্কুলে ৯৫ ভাগ শিক্ষাথীই মুসলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com