নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নিভৃত পল্লী বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামের নিকট থেকে স্কুলে যাওয়ার পথে অপহৃত নবম শ্রেনীর ছাত্রী রানা বেগমকে অপহরনের দু’দিনের মাথায় গতকাল সোমবার বিকালে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উদ্ধারকৃত রানাকে বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দি সম্পন্ন করে মেডিকেল পরীক্ষা করানো হবে। চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ ইতিপুর্বে ৫ আসামীর মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, আমড়াখাইর গ্রামের তাজুল ইসলামের কন্যা দিরাই উপজেলার বোয়ালিয়া বাজার ফকির মোহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী রানা বেগম গত শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে আমড়াখাইর ব্রিজের কাছ থেকে ৭/৮ জনের একদল দুর্বৃত্ত জোর পুর্বক অপহরণ করে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। এ সময় তার সাথে থাকা ছোট বোনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও রানাকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় লোকজন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হাওড় থেকে ২ অপহরনকারী আটক করা হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ৫ জনকে আসামী করে অপহরন মামলা দায়ের করেন ছাত্রীর ভাই সেবুল মিয়া। ঘটনার পর থেকেই পুলিশ ভিকটিমকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালায়। গতকাল সোমবার দুপুরের দিকে ওই ছাত্রীকে অপহরণকারীরা তার স্কুলে রেখে যায়। খবর পেয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুর মোহাম্মদ একদল পুলিশ নিয়ে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।