নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামীকাল ১৬ জানুয়ারি নবীগঞ্জের দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। ওই দিন সকাল সাড়ে ১১ টার সময় তিনি দিনারপুর কলেজ কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা ও সুধী সমাবেশে অংশগ্রহণ করবেন। এছাড়াও তিনি হবিগঞ্জ জেলার উচ্চ শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করবেন। উপাচার্যের আগমনের বিষয়টি নিশ্চিত করে দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় জানান তাঁর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।