স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের ঐতিহ্যবাহী মাছের মেলায় এক যুবদল নেতা হেনস্তা করেছেন প্যানেল চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দাস। তিনি পইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার।
জানা যায়, পইল ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ও প্যাণেল চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দাস গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পইল মেলা আয়োজক কমিটির অফিসে যান। সেখানে চেয়ারে বসার এক পর্যায়ে একই গ্রামের যুবদল নেতা তাকে গালমন্দ করে চেয়ার দিয়ে মারতে তেড়ে যান। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় মেম্বারসহ লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
হেনস্তার শিকার নিরঞ্জন চন্দ্র দাস জানান, আমরা নিরীহ লোক। দলীয় প্রভাব খাটিয়ে আমাকে হেনস্তা করা হয়েছে।