বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে উপজেলা বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার নোয়াপাড়ায় মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এক আলোচনা সভা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে বিশেষ দোয়া কামনা করা হয়।
সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সল বিএনপি থেকে মাধবপুর-চুনারুঘাট আসনে দলীয় মনোনয়ন দাবি করেছেন।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর পরিবার সুদীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। রাজনীতি করতে গিয়ে তার পরিবারের বিরুদ্ধ অনেক ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে অনেক ক্ষতি করা হয়েছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তাদের বিরুদ্ধ অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শত বাধাবিপত্তি উপেক্ষা করে সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর পরিবার মাধবপুর চুনারুঘাট তথা হবিগঞ্জ বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন। যখন মাধবপুর চুনারুঘাটে বিএনপির দাঁড়াবার কোন নিরাপদ জাযগা ছিলনা। তখন সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর ভাই সৈয়দ মোঃ শাহজাহান মাধবপুরে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্টানে ঝুঁকি নিয়ে বিএনপির মিছিল মিটিং করেছেন। সেক্রেটারি হামিদুর রহমান হামদু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ মোঃ ফয়সল বিএনপি থেকে মনোনীত হয়ে নির্বাচন করলে বিপুল ভোটের ব্যবধানে জযলাভ করবেন। কারন মাধবপুর-চুনারুঘাটে সৈয়দ মোঃ ফয়সল ও তাঁর পরিবার সায়হাম শিল্প পরিবার থেকে অনেক সামাজিক কল্যাণমুলক কাজ করে আসছেন। এ কারনে সর্বসাধারণের কাছে তাদের অনেক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রযেছে।
উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, শিল্পপতি প্রকৌশলী সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা বিএনপির সেক্রেটারি হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি হাজী অলি উল্লাহ, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পদক মোস্তফা কামাল বাবুল, হোসাইন মোঃ রফিক, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মাুমন, পৌর বিএনপি সভাপতি হাজী গোলাফ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, যুবদল আহবায়ক এনায়েত উল্লাহ প্রমূখ।
প্রধান অতিথি সৈয়দ মোঃ ফয়সল বলেন, বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে চলতে হবে। কেউ যাতে বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি ও দখলবাজি না করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এতদিন ফ্যাসিষ্ট সরকার বিদেশে উন্নত চিকিৎসা করতে দেয়নি। আমরা আল্লাহর দরবারে দেশ নেত্রীর সুস্থতা কামনা করছি। আমরা যেন কারো প্রতি জুলুম অন্যায় না করি। কারন জুলুমকারীকে কেউ পছন্দ করেনা। তাদের পরিণতি ভয়ংকর।দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com