শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরিফে তিন দিন ব্যাপী ৭০৪তম পবিত্র বার্ষিক ওরস ১৪ জানুয়ারি শুরু হয়েছে। হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) এর সিলেট বিজেতা হযরত শাহ জালাল (রহঃ) এর ভাগনা অন্যতম সঙ্গী অনুসারী ও সিলেট যুদ্ধ অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি এবং সিলেট প্রাচীন ইতিহাসে লিপিবদ্ধ বহুল আলোচিত তরফ রাজ্য ১৩০৪ খ্রীষ্টাব্দে তাঁর মাধ্যমে বিজিত হয়। ফলে এই তরফ রাজ্যে চুনারুঘাট উপজেলা মুড়ারবন্দ নামক স্থানে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) পূর্ব-পশ্চিম রওজা শায়িত রয়েছেন। সিলেটে ৩৬০ আউলিয়া মধ্যে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফ হিসেবে দেশ-বিদেশে পরিচিত। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে হাজার হাজার আশেকান ভক্তবৃন্দ জিয়ারত করতে আসে এবং সারা দেশে কয়েক কোটি এ দরবার শরীফে আশেকান ভক্তবৃন্দ রয়েছে। আবার কেউ মানত করা নিয়ে এসে মিলাদ মাহফিল করতে দেখা যায়। এ উপলক্ষ্যে ৭০৪তম পবিত্র বার্ষিক ওরস ১৪ জানুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে যা আগামী ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। প্রতি বছরের ন্যায় এবার ও মাজার শরীফে তিন দিন ব্যাপী বার্ষিক ওরস কমিটি পরিচালনায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নির্দেশে বিপুল সংখ্যক থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক টিম কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে শান্তি ভাবে পরিচালিত হবে।