স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টা থেকে কলেজ মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ আবু সিরাজ মো. মুনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কলেজ গভর্ণিংবডির সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি ও দাতা সদস্য মো. শরীফ উল্লাহ, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. মঈন উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আবুল হাসান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রিয়াংকা সরকার। সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সদস্য সচিব প্রভাষক মো. জিয়াউল হক এবং ক্রীড়া প্রতিযোগিতার সদস্য সচিব শরীরচর্চা শিক্ষক রনজিৎ কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক শচীন্দ্র কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. তরিকুল ইসলাম হারুন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- বাংলা (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র তানভীর সিদ্দিকী তোয়াহা।
প্রতিযোগিতায় ২৬টি ইভেন্টে ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারীগন অংশগ্রহণ করেন এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে শচীন্দ্র কলেজ রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও আরএসএল সহকারী অধ্যাপক মো. আব্দুল আহাদ খান এর নেতৃত্বে রোভার সদস্যগনের মনোজ্ঞ ডিসপ্লে ও মুকাভিনয় পরিবেশনা উপস্থিত সকলকে আনন্দ প্রদান করে। সভায় কলেজ গভর্ণিংবডির সভাপতি এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ বলেন, খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাস ঘটায়। একটি প্রতিযোগিতায় সীমাবদ্ধ না থেকে সারাবছর যেন কলেজ মাঠে শিক্ষার্থীদের এ চর্চা অব্যাহত থাকে।