স্টাফ রিপোর্টার ॥ বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে প্রতিযোগিতা আছে। কিন্তু কোন প্রতিহিংসা নেই। আমরা কেউ কাউকে মেরে ফেলবো এরকমটি বিএনপিতে নেই। এমপি হবেন ৩শ’ জন। কিন্তু মনোনয়ন প্রত্যাশী হবেন হাজার বা তারও বেশি। একটিই গণতন্ত্রের সৌন্দর্য্য। এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি কে গউছ।
তিনি বলেন, প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টে আমার, দলের নেতাকর্মী এবং আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এটি পলাতক স্বৈরাচারের দোষর কিংবা অন্য কারও দ্বারা প্রভাবিত হয়ে এমন অপপ্রচারে লিপ্ত হয়েছেন বলে সহজেই অনুমেয়। এমন ফেসবুক পোস্ট আমাকে অপমান, অপদস্ত ও বিরক্ত করার অভিপ্রায়। এ সময় তিনি জুলকার নাইন সায়েরকে ৪৮ ঘন্টার মধ্যে ফেসবুক পোস্টটি ডিলিটসহ তার নিকট ক্ষমা প্রার্থণার আহ্বান জানান। অন্যথায় তিনি আইনের আশ্রয় নেবেন বলেও উল্লেখ করেন।
শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন আলহাজ¦ জি কে গউছ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডঃ আমিনুল ইসলাম, হবিগঞ্জের পিপি এডঃ মো. আব্দুল হাই, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, এডঃ মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনটি নিচে হুবহু প্রকাশ করা হলো-
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম।
আমি ১৯৮৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদানের মাধ্যমে আমার রাজনৈতিক জীবন শুরু করি। রাজনৈতিক জীবনে আমি বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি, হবিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত।
আমি হবিগঞ্জ পৌরসভায় বিপুল ভোটে টানা ০৩(তিন) বার পৌর মেয়র নির্বাচিত হই এবং সর্বশেষ পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসন হইতে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছি। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের নজীরবিহীন কারচুপি, দিনের ভোট রাতে কাস্টিং সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিএনপি ভোট বর্জন করিলে আমিও নির্বাচন বর্জন করি।
ব্যক্তি ও রাজনৈতিক জীবনে আমার জনপ্রিয়তার কারণে অভ্যন্তরিন ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের কতিপয় ব্যক্তিবর্গ আমার প্রতি অত্যন্ত প্রতিহিংসাপরায়ন হইয়া উঠে। তারা বিভিন্নভাবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দায়ের ও আমাকে রাজনৈতিক ও সামাজিক হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন তৎপরতা প্রদর্শন করিতে থাকে। আমি জেলে থাকা অবস্থায় ২০১৫ সালের ১৮ জুলাই ঈদের দিনে জেলের অভ্যন্তরে হত্যার উদ্দেশ্যে যুবলীগ কর্মী ইলিয়াস আমার পিঠে ছুরিকাঘাত করিয়া আমাকে মারাত্বকভাবে আহত করে।
আমার ও অন্যান্যদের অক্লান্ত পরিশ্রমের কারণে হবিগঞ্জ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ অত্যন্ত সুসংগঠিত এবং বিএনপি হবিগঞ্জ শহরে একটি দূর্গ হিসাবে আবির্ভূত হয়েছে। বিএনপি ও ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে সারা বাংলাদেশের ন্যায় স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মী হবিগঞ্জ থেকে পলায়ন করিতে বাধ্য হয়।
ব্যক্তি জীবনে সৌভাগ্যক্রমে আমি একটি ধনাঢ্য পরিবারের জন্মগ্রহন করি। আমার পিতা হবিগঞ্জ জেলার অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং এই সম্পর্কে আপনারা অবহিত আছেন। আমার শ^শুড় হবিগঞ্জ জেলার স্বনামধন্য আইনজীবী জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি এবং হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ছিলেন। আমার ০২ পুত্র যথাক্রমে মোঃ মঞ্জুরুল কিবরিয়া প্রীতম বার-এট-ল ডিগ্রী সম্পন্ন করে বর্তমানে কানাডায় এবং অন্যজন মোঃ মাজহারুল কিবরিয়া পুলক যুক্তরাষ্ট্রে স্ফটওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছে।
গত ৫ আগষ্ট, ২০২৪ স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহন ও স্থিতিশীল অবস্থা ফিরিয়া আসা পর্যন্ত আমি স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করি। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন ঘটনা ও হত্যাকান্ডের বিষয়ে বেশ কয়েকটি মামলা মোকদ্দমার উদ্ভব হয়। আমি নিজে কোন মামলা দায়ের করি নাই বা কোন মামলায় স্বাক্ষীও নই। প্রত্যেকটি মামলার বাদী ঘটনা অনুযায়ী স্বাধীনভাবে মামলা দায়ের করেন। এই বিষয়ে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা বা হস্তক্ষেপ ছিলো না বা এখনো নাই।
আমি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হিসাবে সমগ্র সিলেট বিভাগে আমি দিনরাত সাংগঠনিক কর্মকান্ডে ব্যস্ত। এইরূপ অবস্থায় গত ২১/১২/২০২৪ইং তারিখ রাত ৯.০০ পর আমার কিছু নেতাকর্মী আমাকে অবহিত করেন যে, জুলকারনাইন সায়ের (সামি) তার ভেরিফাইড ফেসবুক আইডি হইতে আমি ও আমার ভাইদের জড়িত করিয়া ফেসবুকে একটি পোস্ট করেন যাহা অসংখ্য মানুষ দেখিয়াছেন এবং লাইক কমেন্ট করিয়াছেন। আমি ফেসবুকে এই পোষ্টটি পড়িয়া রীতিমত বিস্মিত হইয়াছি। আমার ও আমার ভাইদের জড়াইয়া যাহা বলা হইয়াছে তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং এর কোন ভিত্তি নাই। ফেসবুক পোষ্টটি আপনাদের সম্মুখে পুনরায় উপস্থাপন করা হইল যাহা নি¤œরূপ ঃ
তঁষশধৎহধরহ ঝধবৎ, ২১ উবপবসনবৎ ধঃ ০৮:২৯
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি.কে গউছ বিষয়ক, বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন হুবুহু প্রকাশ করা হলো ঃ
১। বিগত ০৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে হবিগঞ্জে বিএনপির নেতারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। ০৫ আগস্টের পর থেকে বিএনপির নেতারা দখল বাণিজ্য, চাঁদাবাজি ও মামলা দিয়ে হয়রানি ও মামলা দেওয়ার ভয় দেখিয়ে অবৈধ অর্থ আত্মসাৎ এর সাথে স¤পৃক্ত হয়ে পড়ে। তন্মধ্যে উল্লেখযোগ্য তথ্যাদি এই প্রতিবেদনে উপস্থাপন করা হলো।
২। বিগত ০৪ ও ০৫ আগস্ট হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে ছাত্রদের উপর গুলি চালানো আওয়ামী লীগ নেতা (সাবেক এমপি আবু জাহের এর ক্যাডার) শাহনেওয়াজ কে মামলা থেকে বাদ দিতে বিএনপি নেতা জিকে গউছ ৭ লক্ষ টাকা নিয়েছেন, এ বিষয়ে স্থানীয় প্রত্যদর্শী রয়েছে। এছাড়াও বিষয় ব্যক্তির বিরুদ্ধে হবিগঞ্জ শহরের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা ঝন্টু মোদককে মামলার ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে
৩। জি কে গউছ টাকার প্রতি এতোটাই অন্ধ হয়ে গেছেন যে, হবিগঞ্জ সদরস্থ গোপায়া ইউনিয়ন বিএনপির ভাইস পেসিডেন্ট জয়নাল মিয়া ও শহরস্থ শায়েস্থানগর এলাকার বাসিন্দা “হবিগঞ্জ জিয়া সাইবার ফোর্স” এর সেক্রেটারী সাইখুল মিয়াকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী উক্ত বিষয়ের প্রতিকার চেয়ে তাদের দলের হাই কমান্ড বরাবর আবেদন করেছেন। (কপি সংযুক্ত)
৪। জি কে গউছ এর মদদপুষ্ট বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর ইসলাম মারুফ, উপজেলা বিএনপির সেক্রেটারি নকিব ফজলে রকিব মাখন ও সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি রশিদুল হাসান বকুল মামলা দেওয়ার ভয় দেখিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট হতে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
৫। হবিগঞ্জে সাম্প্রতিক (২০২৪ সালের মাঝামাঝি) বন্যায় জিকে গউছ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ কে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের মেরামত কাজ নিম্নমান ও জিও ব্যাগ কম ফেলার অজুহাতে মোবাইল ফোনে হুমকি দেন। এ কারনে জি কে গউছ এর আপন ভাই জি কে গাফফারের কে, কোন ধরনের টেন্ডার ছাড়াই হবিগঞ্জ শহরস্থ জালালাবাদ অংশে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের কাজ দেওয়া হয়। এছাড়া, সম্প্রতি (আগস্ট/২০২৪ পরবর্তী সময়ে) হবিগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ ভবন নির্মাণের জন্য ২০ কোটি টাকার কাজ জি কে গউছের পছন্দের কোম্পানিকে দেওয়া হয়।
৬। হবিগঞ্জ শহরস্থ উমেদনগর এলাকায় বানিয়াচং টমটম স্ট্যান্ড ও নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ড জিকে গউছের ইশারায় ছাত্রদল নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনামুল হাসান সাকিব দখল করে নেন। একইভাবে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত সিএনজি স্ট্যান্ডটি দখল করে। পরবর্তীতে অর্থের বিনিময়ে অন্য জনের কাছে হস্তান্তর করেন বলে জানা যায়।
৭। বিগত ১২ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হবিগঞ্জ সফর করলে হবিগঞ্জে জি কে গউছের অনুসারী ছাত্রদল নেতারা অনুষ্ঠান পন্ড করে এবং চেয়ার ভাঙচুরের মত ঘটনা ঘটে।
৮। জি কে গউছ এর ভাই জি কে গাফফারের বিরুদ্ধে থানায় দালালি, মামলাবাজি, তদবির বাণিজ্য এবং সরকারি সকল দপ্তরে প্রভাব খাটানোর উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ রয়েছে।”
উপরোক্ত মিথ্যা বক্তব্যের প্রেক্ষিতে আমার (জি কে গউছ) বক্তব্য নিম্নরূপ ঃ
জনাব জুলকার নাইন সায়ের (সামি) উপরোক্ত পোষ্টটি তার ভেরিফাইড আইডি থেকে ফেসবুকে প্রচারের পূর্বে সাংবাদিকতার স্বাভাবিক নিয়মনীতি অনুযায়ী আমার বক্তব্য জানা প্রয়োজন ছিল। কিন্তু তিনি কস্মিনকালেও ফেসবুকে তথ্য প্রচারের পূর্বে আমাকে কোন কিছু জিজ্ঞাস করেন নাই কিংবা ফেসবুকে প্রচারিত বক্তব্যের কোন সত্যতা যাচাই করেন নাই। তথ্য সূত্র একটি গোয়ন্দা সংস্থার প্রতিবেদন মর্মে উল্লেখ করা হইলেও বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা তা প্রকাশ করা হয় নাই। বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা কথিত অভিযোগ সম্পর্কে আমাকে কোন জিজ্ঞাসাবাদ করে নাই বা তার কাছ থেকে কোন বক্তব্য গ্রহন করেন নাই।
জুলকার নাইন ফেসবুক পোষ্টের প্রথম দফায় সামগ্রিকভাবে জেলা বিএনপি’র ভাবমূর্তি বিনষ্ট করার জন্য “বিএনপি’র নেতারা দখল বাণিজ্য, চাঁদাবাজি ও মামলা দিয়া হয়রানী ও মামলা দেওয়ার ভয় দেখিয়ে অবৈধ অর্থ আত্মসাতের সাথে সম্পৃক্ত হইয়া পড়ে” মর্মে তথ্য প্রচার করলেও কোন সুর্নিদিষ্ট দখল বাণিজ্য, চাঁদাবাজী, মামলা অথবা কোন অর্থ আত্মসাতের বিষয় উল্লেখ করে নাই। ফলে আমি একজন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হিসাবে আমার নেতৃত্ব ও আমার ব্যক্তিগত ভাবমূর্তি মারাত্মকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে।
জুলকার নাইন তার ফেসবুক পোষ্টের দ্বিতীয় দফায় “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে ছাত্রদের উপর গুলি চালানো আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজকে মামলা থেকে বাদ দিতে বিএনপি নেতা জি কে গউছ ৭ লাখ টাকা নিয়েছেন” মর্মে অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন, বানোয়াট ও মানহানীকর। এইরূপ অভিযোগের বিন্দুতম কোন সত্যতা নাই। তাছাড়া উক্ত কথিত মামলার বাদী ভিন্ন ব্যক্তি। এই মামলা দায়ের এর বিষয়ে আমার কোন সম্প”ক্ততা নাই। বরং আমার জানামতে উক্ত শাহনেওয়াজ ৫ই আগষ্টের পর বিভিন্ন ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে সে আরো ৩টি মামলায় আসামী অন্তর্ভূক্ত হইয়াছে। তাছাড়া আওয়ামী লীগ নেতা ঝন্টু মোদককে মামলা ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ সম্পর্কে ঝন্টু মোদক নিজেই এইরূপ অভিযোগের সত্যতা অস্বীকার করেন। অথচ জুলকার নাইন এইরূপ ভিত্তিহীন অভিযোগ তার ফেসবুক আইডি থেকে প্রচার করিয়া আমাকে রাজনৈতিক ও সামাজিক জীবনে মারাত্মকভাবে হেয় প্রতিপন্ন করেছেন।
জুলকার নাইন ফেসবুক পোষ্টে উল্লেখ করেন “জি কে গউছ টাকার প্রতি এতটাই অন্ধ হয়ে গেছেন যে, গোপায়া ইউনিয়ন বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট জয়নাল মিয়া ও শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা হবিগঞ্জ জিয়া সাইবার ফোর্স এর সেক্রেটারী সাইখুল মিয়াকে মামলা দিয়া হয়রানীর অভিযোগ রয়েছে।” এইরূপ কোন মামলা আমি দায়ের করি নাই বা ঐরূপ কোন মামলার সাক্ষীও আমি নই। এই তথ্যটি এতই অসংলগ্ন যে, এইরূপ বক্তব্য কোন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে স্থান পাওয়ার কথা নয়। অথচ জুলকার নাইন একটি আন্তজার্তিক মানের মিডিয়ার সাংবাদিক পরিচয় দিলেও তিনি সাংবাদিকতার নিয়মনীতির তোয়াক্কা না করিয়া তার ফেসবুক আইডিতে প্রচার করিয়া আমার মান সম্মান মারাত্মক ভাবে ক্ষুন্ন করেছেন।
জুলকার নাইন ফেসবুক পোষ্টের ৪র্থ দফায় তিনজন উপজেলা বিএনপি’র দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদেরকে জড়াইয়া এবং আমার মদদ পুষ্ট ব্যক্তি বলিয়া উল্লেখ করিয়া “আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিকট থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে” মর্মে তথ্য প্রচার করেন যাহা সম্পূর্ণ অস্পষ্ট বা ভিত্তিহীন। কোন আওয়ামী লীগ নেতার নিকট থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন তার কোন উল্লেখ্য নাই। কে, কবে, কখন, কি উপলক্ষে, কাকে কত টাকা দেন মর্মে কিছু উল্লেখ না করিয়া আমার মদদ পুষ্ট বলিয়া উল্লেখ করিয়া একটি ঢালাও অভিযোগ প্রচার করিয়া আমার মানসম্মান ও সুনাম মারাত্মক ভাবে হেয় প্রতিপন্ন করেছেন।
জুলকার নাইন ফেসবুক পোষ্টের ৫ম দফায় আমার ভাই জি কে গাফ্ফারকে কোন ধরণের টেন্ডার ছাড়াই হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বাধ নির্মাণের কাজ দেওয়া হয় এবং হবিগঞ্জ সদর হাসপাতালের আইসিইউ ভবন নির্মাণের জন্য ২০ কোটি টাকার কাজ আমার পছন্দের কোম্পানীকে দেওয়া হয় মর্মে সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করেন। বাঁধ মেরামতের জন্য এখন পর্যন্ত কোন টেন্ডারই আহ্বান করা হয়নি মর্মে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জনাব সামিউল আজম জানান।
হবিগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জনাব এ.কে.এম আরিফুল ইসলাম জুলকার নাইনের ফেসবুক পোষ্টের প্রেক্ষিতে জানান যে, আইসিইউ বেড স্থাপনের টেন্ডার ও কার্যাদেশ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের নভেম্বর মাসে দেওয়া হয়। এই প্রকল্পের প্রাক্কলন ব্যয় ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৫৬৪ টাকা। অথচ জনাব জুলকার নাইন মিথ্যাচার করে তার ফেসবুক পোষ্টে এই প্রকল্পের প্রাক্কলন ব্যয় ২০ কোটি টাকা এবং বেড স্থাপনের স্থলে ভবন নির্মাণ উল্লেখ করেছেন। তাছাড়া উক্ত টেন্ডার ও কার্যাদেশ দেওয়ার সময় আমি একটি মিথ্যা মামলায় জেল হাজতে আটক ছিলাম। অথচ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তীহীন একটি অভিযোগ জুলকার নাইন প্রচার করিয়া আমার ও আমার ভাইদের মানসম্মান মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ করেছেন।
জুলকার নাইন ফেসবুক পোষ্টের ৬ষ্ট দফায় “বানিয়াচং টমটম স্ট্যান্ড ও নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ট আমার ইশারায় ছাত্রদল নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনামুল হক সাকিব দখল করে নেয় এবং একই ভাবে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত সিএনজি স্ট্যান্ড দখল করে।” মর্মে অভিযোগ মোটেই কোন তথ্য নির্ভর নয়। “আমার ইশারায়” সিএনজি স্ট্যান্ড দখল করা হয়-মর্মে অভিযোগ অনুমান ভিত্তিক। অথচ একজন আন্তর্জাতিক মানের সাংবাদিক ফেসবুক পোষ্টে এইরূপ ভিত্তিহীন তথ্য প্রচার করিয়া কাউকে হয়রানী করিতে পারেন না।
জুলকার নাইন এর ফেসবুক পোষ্টের ৭ম ও ৮ম দফায়ও কতিপয় তথাকথিত অভিযোগ তথা তথ্য প্রচার ও প্রকাশ করেন যা অমূলক ও ভীত্তিহীন।
জুলকার নাইন বাংলাদেশে বসবাস করেন না। তিনি প্রবাসে অবস্থান করিয়া আমার বিরুদ্ধে যে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেন তা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে প্রচার করেন মর্মে সহজেই অনুমেয়। তিনি সম্পূর্ণ ব্ল্যাক মেইলিং করার উদ্দেশ্যে অথবা অন্যের দ্বারা আর্থিক ভাবে উপকৃত হয়ে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য এবং আমাকে বিরক্ত, অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করিয়াছেন মর্মে আমি উপলব্ধি করিয়াছি।
আমি হবিগঞ্জ-৩ আসানের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হইব প্রত্যাশা করছি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমার নির্বাচনী এলাকা সহ আমার রাজনৈতিক পরিমন্ডলে আমাকে অপমান, অপদস্থ করার জন্য একটি মহল আমার বির”দ্ধে মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মর্মে আমি মনে করি।
আমার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা ফেসবুক পোষ্ট এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জনাব জুলকার নাইনকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তার ফেসবুক পোষ্টটি প্রত্যাহার করিয়া তাকে পুনরায় ফেসবুক পোষ্টের মাধ্যমে আমার নিকট দুঃখ প্রকাশ ও মা প্রার্থনার জন্য আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। তিনি উক্ত সময়ের মধ্যে তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে গত ২১/১২/২০২৪ ইং তারিখে প্রচারিত মিথ্যা সংবাদ/তথ্য প্রত্যাহার করিয়া দুঃখ প্রকাশ ও মা প্রার্থনা না করিলে তিনি ইচ্ছাকৃত ভাবে বা জ্ঞাতসারে মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও আমাকে বিরক্ত, অপমান, অপদস্থ বা হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে তার ফেসবুক আইডি তথা ডিজিটাল বিন্যাসে মিথ্যা ও মানহানীকর তথ্য প্রচার ও প্রকাশ করার কারণে আমি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর ২৫, ২৯ ও ৩১ ধারায় তার বির”দ্ধে মামলা দায়ের করিতে বাধ্য হইব।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা,
আপনারা কষ্ট করে আজকের এই সংবাদ সম্মেলনে অংশগ্রহন করার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমার এই প্রতিবাদ আপনাদের মিডিয়া সমূহে যথাযথভাবে প্রচার করিলে আমি আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকিব।
ধন্যবাদান্তে,
(আলহাজ¦ জি কে গউছ)
সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)
কেন্দ্রীয় নির্বাহী কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।