স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে ৬ লেন নির্মানে অধিগ্রহণকৃত জমি, ঘর-বাড়ি, বিল্ডিং, মার্কেট ও গাছপালার ক্ষতিপূরণের ন্যায্যমূল্য পাওয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্থ মালিক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গোলাম মোঃ সকু’র সভাপতিত্বে ও কামরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনের শুরুতেই কর্মসূচি ঘোষণা করেন শাহ মিজানুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘নবীগঞ্জ উপজেলার ভিতর দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ৬ লেন উন্নতীকরণ প্রকল্পের কাজ চলমান আছে। জমির মালিকদের জমি অধিগ্রহণে এবং জমির উপর নির্মিত ঘরবাড়ি, বিল্ডিং, মার্কেট, দোকানপাট ও জমির উপর রোপিত বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছপালার ক্ষতিপূরণ অতি স্বল্পমূল্যে প্রদান করা হবে বলে জানতে পেরেছি। যদি অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থদের ন্যায্যমূল্য প্রদান না করা হয়, তাহলে আমরা বৈষমম্যের শিকার হয়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ নিঃস্ব ও বাস্তহারা হয়ে যাব’।
বক্তারা বলেন, ‘ন্যায্য মূল্য না দিলে আমাদের পুনর্বাসনের ব্যাপারটি মারাত্মক হুমকির সম্মুখীন হবে। নবীগঞ্জ উপজেলাবাসী অধিগ্রহণকৃত জমি ও জমির উপর নির্মিত ঘর-বাড়ি ও রোপিত মূল্যবান গাছ-গাছালির ক্ষতিপূরণের ন্যায্যমূল্য পায়’। বক্তারা বলেন, ‘মৌজার রেইট অনুসারে ক্ষতিপূরণের টাকা দেওয়া বন্ধ করে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের চিন্তা বিবেচনায় রেখে ক্ষতিপূরণের ন্যায্যমূল্য নির্ধারণের দাবী জানান। ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে মনগড়া পরিমাপ গ্রহণ করায়, জমি, ঘরবাড়ি, মার্কেট, দোকান, বিল্ডিং-এর স্ব-স্ব মালিকদের উপস্থিতিতে পুণরায় পরিমাপ করতঃ ক্ষতিপূরণ নির্ধারণ করার অনুরোধ সহকারে দাবি জানাচ্ছি। যে সকল বাড়িঘর, বিল্ডিং, মার্কেট, দোকানপাটের আংশিক/অর্ধাংশ অধিগ্রহণের আওতায় আনা হয়েছে তার পরিপূর্ণ ক্ষতিপূরণ নির্ধারণ করার জোর দাবী জানান। জায়গা, গাছ ও ঘরবাড়ি, দোকানপাট বা বিল্ডিং ক্ষতিপূরণের মূল্য ৬ গুণ, জায়গা প্রতি শতক বা ডিসিমিল ১৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়। বক্তারা আগামী ৩১ জানুয়ারীর মধ্যে দাবী পুরন না হলে মহাসড়ক অবরোধ ও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচির হুশিয়ারী দেয়া দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ শফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, মোঃ আশিকুর রহমান, সিরাজ মিয়া, আশরাফ উদ্দিন, সমুজ মিয়া, আব্দুল আলী লুৎফুর রহমান, সুফিয়ান, কাজী তাজুল ইসলাম সাহেদ, সৈয়দ জুবায়ের, সৈয়দ রুবেল মিয়া মিন্টু, সাজ্জাদ মিয়া, ইছা ও আনসার ইসলামসহ অনেকেই।