স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে চোরাই মামলামাল সহ ২ জনকে আটক করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল আন্তঃজেলা চোরচক্রের সিন্ডিকেটের সন্ধান পায়। পরে পুলিশ সুপার রেজাউল হক খানের নির্দেশে ডিবির ওসি নন্দন কান্তি ধর ও এসআই শিহাব উদ্দিন ও এএসআই জুয়েল রানাসহ একদল পুলিশ গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাড়াশি অভিযান চালায়। এ সময় হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও থেকে ধান কাটার মেশিনের (কম্বাইন হারভেস্টার) চোরাই যন্ত্রাংশসহ দুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে কম্বাইন হারভেস্টারের প্রায় ৫ লাখ টাকা মূল্যের হাইড্রোলিক ডিস্ট্রিবিউটর ও আনলোডিং ইলেকট্রিক মোটর উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- হবিগঞ্জ সদর উপজেলায় গোবিন্দপুরের মৃত হরমুজ আলীর ছেলে তাজুল ইসলাম (৪১) ও শায়েস্তাগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের কালা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৮)।
ডিবি সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি শহরের ইনাতাবাদ জঙ্গলবহুলা এলাকার আলাই মিয়ার মুদি দোকানের সামন থেকে যন্ত্রপাতিগুলো চুরি হয়। ঘটনার তিনদিন পর আতিকুল ইসলাম নামে এক ব্যক্তি হবিগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন। এ পরিপ্রেক্ষিতে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি কান্দি ধরসহ একদল সদস্য গত শনিবার (১১ জানুয়ারি) রাতে সদর উপজেলার চারিনাও এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তাজুল ও সিরাজুলকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই গ্রামের একটি খড়ের গাদার নিচ থেকে যন্ত্রপাতিগুলো উদ্ধার করা হয়।
ওসি নন্দন কান্তি ধর জানান, হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর গতকাল রবিবার দুপুরে তাজুল ও সিরাজুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।