স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকা থেকে নজরুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকালে তার ২য় স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়। সে বহুলা গ্রামের মৃত আলাউদ্দিন খানের পুত্র। পুলিশ জানায়, তার স্ত্রীকে মারধোর করে সে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চাঁদপুর থেকে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।