ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বরেণ্য চিকিৎসকদের নিয়ে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগীতায় বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন- সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাঃ মো. খালেদ মোহসীন, সিলেট এমএজি ওসমানী মেডিকেলের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এসএম হাবিব উল্লাহ সেলিম, নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নুরুল হুদা নাঈম, ডাঃ জাকির হোসেন চৌধুরী, ডাঃ চৌধুরী ফয়জুর রব জুবায়ের, ডাঃ বদরুল আমিন, ডাঃ ধ্রুবজ্যোতি রায় চৌধুরী, ডাঃ খুর্শেদা তাহমীন সীমু, ডাঃ মহসিন মামুন, ডাঃ সৈয়দ জাফরুল হোসেন, ডাঃ মোঃ জমির আলী, ডাঃ মির্জা লুৎফুল বারী, ডাঃ আব্দুল মূয়ীদ রবিন, ডাঃ জাহান আহমেদ পরাগ, ডাঃ মুমিনা খানম, ডাঃ শাহনাজ রহমান চৌধুরী, ডাঃ মোঃ জাকির হোসেন রাসেল, ডাঃ এমএ আউয়াল চৌধুরী, ডাঃ সৈয়দা তাহনীম ফেরদৌসী। পরে ‘আর নয় শুধু প্রতিকার, প্রতিরোধ হোক অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল ও সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান জোয়াহিরের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, প্রফেসর ডাঃ মো. খালেদ মোহসীন, ডাঃ এসএম হাবিব উল্লাহ সেলিম, ডাঃ নুরুল হুদা নাঈম, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মো. মাহতাব মিয়া, ব্যারিস্টার মোজাক্কির, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি তালেব উদ্দিন আহমদ, সহসভাপতি মইনুদ্দিন, সফিকুর রহমান চৌধুরী ফারছু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতা অসি মিয়া পাঠান, নজরুল ইসলাম, শেখ মোস্তফা কামাল, শাহ ছালিক মিয়া, মোহাম্মদ রেনু মিয়া, আনছার চৌধুরী, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহসভাপতি সালেহ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম দলা মিয়া, সৈয়দ মতিউর রহমান পেয়ারা, এসআর চৌধুরী সেলিম, অ্যাডভোকেট মফিজুর রহমান, সালেহ আহমদ, বয়েত উল্লাহ, শাহ মোস্তাকিম আলী প্রিন্স, ইজাজুর রহমান এজাজ, জাকারিয়া আহমদ, একেএম আবুল কাশেম, আজাদ আলী সুমন প্রমুখ। অতিথির বক্তব্যে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাঃ মো. খালেদ মোহসীন বলেন- চিকিৎসকদের সেবার ব্রত নিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চাই, ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের উপস্থিতি দেখে ভালো লাগছে, আগামীতেও বড় পরিসরে এমন আয়োজন করতে চাই। তিনি বলেন- আউশকান্দি এলাকা ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান, ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ সম্পন্ন হলে এই এলাকার গুরুত্ব আরোও বৃদ্ধি পাবে, সুযোগ ও সহযোগীতা পেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সকলের পরামর্শে আউশকান্দি এলাকায় আন্তর্জাতিক মানের অত্যাধুনিক হাসপাতাল করতে চাই। বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পে প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদ্বারা চিকিৎসা ও পরামর্শ এবং ঔষধ প্রদান করা হয়। বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা-পরামর্শ ও ঔষধ পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগী রোগীরা।