স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরিফে তিন দিন ব্যাপী ৭০৪ তম পবিত্র বার্ষিক ওরস ১৪ জানুয়ারি শুরু হবে। জানা যায়, হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) এর সিলেট বিজেতা হযরত শাহ জালাল (রহঃ) এর ভাগনা অন্যতম সঙ্গী অনুসারী ও সিলেট যুদ্ধ অভিযানে প্রেরিত মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি এবং সিলেট প্রাচীন ইতিহাসে লিপিবদ্ধ বহুল আলোচিত তরফ রাজ্য ১৩০৪ খ্রীষ্টাব্দে তাঁর মাধ্যমে বিজিত হয়। ফলে এই তরফ রাজ্যে চুনারুঘাট উপজেলা মুড়ারবন্দ নামক স্থানে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) পূর্ব-পশ্চিম রওজা শায়িত রয়েছেন। সিলেটে ৩৬০ আউলিয়া মধ্যে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফ হিসেবে দেশ-বিদেশে পরিচিত। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে হাজার হাজার আশেকান ভক্তবৃন্দ জিয়ারত করতে আসে এবং সারা দেশে কয়েক কোটি এ দরবার শরীফে আশেকান ভক্ত বৃন্দ রয়েছে। আবার কেউ মানত করা নিয়ে এসে মিলাদ মাহফিল করতে দেখা যায়। এ উপলক্ষ্যে ৭০৪ তম পবিত্র বার্ষিক ওরস আগামী ১৪ জানুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হবে এবং আগামী ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। প্রতি বছরের ন্যায় এবার ও মাজার শরীফে তিন দিন ব্যাপী বার্ষিক ওরস কমিটি পরিচালনায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নির্দেশে বিপুল সংখ্যক থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক টিম কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে শান্তি ভাবে পরিচালিত হবে। ওরস কর্মসূচী মধ্যে রয়েছে, ১৪ জানুয়ারি ভোর সকালে মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী শাহ সূফী আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ চিশতী সফি গিলাফ চড়ানো মধ্য দিয়ে প্রথমে পবিত্র ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ১৬ জানুয়ারি রাতে রওজা গোসল শেষে রাত ১২ টা ১ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে ৭০৪ তম বার্ষিক পবিত্র ওরস সমাপ্তি হবে। প্রতি বছরের ন্যায় এবার ও দেশের বিভিন্ন স্থানের আশেকান ভক্ত বৃন্দকে মুড়ারবন্দ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) সহ ১২০ আউলিয়া দরবার শরীফে শান্তি পূর্ণ ভাবে পবিত্র বার্ষিক সফল করার লক্ষ্য আমন্ত্রণ জানিয়েছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী। অপরদিকে আশেকান ভক্ত বৃন্দরা কারো কোনো মানত করা কিছু দান করতে থাকলে এবং কারো কাছে হাতে না দিয়ে সরাসরি দরবার শরীফে এসে দিলে ভালো হয়।